গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

সাদা পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড

পাথর লুটপাটে জড়িত ১৪ জনকে দুবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
পাথর লুটপাটে জড়িত ১৪ জনকে দুবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন স্পট বাঙ্কার এলাকায় অভিযান চালিয়ে পাথর লুটপাটে জড়িত ১৪ জনকে দুবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০টি নৌকা ভেঙে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো. মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। নদীর পানি বৃদ্ধি হওয়ায় নৌকা দিয়ে সাদাপাথর লুটপাট করে দুর্বৃত্তরা। পাথর লুটপাটের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে পাথরবোঝাই ইঞ্জিনচালিত বারকি ৬০টি নৌকা ধ্বংস করা হয়। পাথর লুটপাটের সঙ্গে জড়িত থাকায় ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সামনে থাকা সাদা পাথরবোঝাই ট্রাক ও স্তূপ করা পাথর জব্দ করার কথা বললেও ইউএনও আগ্রহ দেখাননি। শুধু নৌকায় অভিযান দিয়ে ভাঙচুর করা হয়েছে। কিন্তু নদীর পাড়ঘেঁষা হাজার হাজার ঘনফুট পাথর স্তূপ করে রাখা থাকলেও সেগুলো জব্দ করা হয়নি। এ ছাড়া অভিযানের সামনে পাথরবোঝাই ট্রাক থাকলেও সেগুলো আটক করা হয়নি কোনো এক অজানা কারণে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অভিযানের জন্য ইউএনও সকালে আমার কাছে ফোর্স চেয়েছেন আমি দিয়েছি। বিকেলে আরও ফোর্স পাঠানোর জন্য ফোন করে বলেছিলেন। কিন্তু কিছু সময় পর অভিযান শেষ হওয়ায় আর ফোর্স পাঠানো হয়নি। তবে কী জন্য আরও ফোর্স চেয়েছেন তা আর বলেননি। পাথরবোঝাই ট্রাক আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও আমাকে এ বিষয়ে কিছু বলেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন, সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে জড়িত ১৪ জনকে আটক করে দুবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাথর লুটে ব্যবহৃত নৌকা ধ্বংস করা হয়েছে। তবে নদীর তীরে থাকা পাথরবোঝাই গাড়িগুলো ধরতে ওসিকে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৪

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৫

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১৬

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৮

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X