সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

স্বস্তি ফিরছে আতঙ্কের সেই বায়েজিদ লিংক রোডে

পুরোদমে জ্বলছে বায়েজিদ লিংক রোডের সড়কবাতি। ছবি : কালবেলা
পুরোদমে জ্বলছে বায়েজিদ লিংক রোডের সড়কবাতি। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের জেরে বায়েজিদ লিংক রোডের সড়কবাতিতে রাতের বেলায় জ্বলছে বাতি। এতে যাতায়াতে জনমনে নেমেছে স্বস্তি। কেটেছে আতঙ্ক।

গত শনিবার (১৭ মে) ‘সড়কবাতি না থাকায় ছিনতাই-ডাকাতি’ শিরোনামে বায়েজিদ লিংক রোড নিয়ে সংবাদ প্রকাশ হয়। এতে টনক নড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তোড়জোড় করে শুরু হয় সড়ক বাতির কাজ। গত কয়েক দিনে সংশ্লিষ্ট মেরামতের কাজ শেষে পুরোদমে জ্বলছে সড়ক বাতি। এতে স্থানীয়রা কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রশংসা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে যেমনটি সহজ করেছে তার চেয়ে বেশি বৃদ্ধি করেছে প্রাকৃতিক সৌন্দর্য। এ যেন জনজীবনের জন্য একের ভিতর ডাবল স্বস্তি। যার কারণে প্রতিদিন পাহাড়ঘেরা ৬ কিলোমিটার সড়কটিতে প্রাকৃতিক সৌন্দর্য ভরা ও মনোরম দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু দীর্ঘ আট মাস ধরে এই রোডে সড়ক বাতির গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় জ্বলত না সড়কবাতি। যার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত রাতের বেলায় সড়কটি।

এদিকে সড়কটিতে রাতের বেলা যাতায়াতকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু গত ১৭ মে সড়ক বাতি নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পরে কয়েক দিনের মধ্যেই সড়ক বাতিতে সংযোগ স্থাপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে রাতের বেলায় সড়ক বাতির আলোয় আলোকিত বায়েজিদ লিংক রোড। উল্লেখ্য, এই সড়কে গরুবোঝাই ট্রাক লুট করে চালককে খুন করার ঘটনাও ঘটেছে।

সলিমপুর ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন এই সড়কের বাতি জ্বলেনি। যার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত পুরো সড়ক। প্রতিনিয়ত ঘটত বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই ও ডাকাতি। কিন্তু কালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পরে সড়ক বাতিগুলো মেরামত করা হয়। যার কারণে স্থানীয়দের মাঝে ও এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তিনি কালবেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেলোয়ার হোসেন সাঈদ নামের এক প্রাইভেটকার চালক বলেন, সড়ক বাতিগুলো এতদিন না জ্বলার কারণে এই সড়ক দিয়ে যেতে ভয় লাগত। এখন সড়ক বাতিগুলো জ্বলছে, যার কারণে যাতায়াতে স্বস্তি লাগে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলী আসাদ বিন আনোয়ার কালবেলাকে বলেন, গত বছরের আগস্ট মাসের দিকে এই সড়ক বাতিগুলোর মিটার, তার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যায়। পুনরায় সেগুলো মেরামত করে ঠিক করা হয়। বর্তমানে সড়ক বাতিগুলো সচল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে বিব্রত ওয়ামিকা

ডিএনসিসির  দাবি / পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ভিপি নুরের

হামজাদের ম্যাচের টিকিট মূল্য ৪০০ থেকে ৫ হাজার

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক

কুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল নব্বই দশকের শপথ, যুক্ত হলো দুর্নীতিবিরোধী অঙ্গীকার

এবার রাজপথে নামছেন ইশরাক

পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন

১০

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

১১

‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

১২

৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি

১৩

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

১৪

চুয়াডাঙ্গায় ৭ পুলিশের নামে হত্যা মামলা

১৫

দেশের বড় নদীগুলোর ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী, সতর্কতা

১৬

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

১৭

লিটনদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, লড়াই শুরু ২৮ মে

১৮

যে দক্ষতাগুলো ব্যাংকারকে এগিয়ে রাখতে পারে!

১৯

‘নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে’

২০
X