চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। স্থানীয়রা বলেন, কানে হেডফোন লাগিয়ে ওই তরুণ রেললাইনে গেম খেলছিলেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।
নিহত তরুণ মো. নোমান (১৫) উপজেলার জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়া নোমান এলাকায় রেললাইন দিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এই সময় সে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছিল। হঠাৎ চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত ট্রেনে সে কাটা পড়ে। সে মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত ছিল। যার কারণে রেললাইনে দাঁড়িয়ে কানে হেডফোন ও গেমে মনোযোগী হওয়ার কারণে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ার কারণে এই ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মন্তব্য করুন