শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহতের বাড়িতে স্বজনের আহজারি। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহতের বাড়িতে স্বজনের আহজারি। ছবি : কালবেলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম মোতাইত চর মাইঝারা এলাকার বাসিন্দা এবং কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঘটনাটি পূর্বের জমি সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় তখন কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে শেরু মার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাশেম আলী খাঁর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড-রামদা নিয়ে কাশেম মোতাইতের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা কাশেম মোতাইতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। শাবল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কাশেমের চাচা শফি মোতাইত কালবেলাকে বলেন, অনেকদিন জমি জমা নিয়ে আমার ভাতিজা কাসেম মোতাইতের সাথে একই এলাকার কাসেম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে ঝামেলা চলছিল। এই নিয়ে কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু কাশেম কাসেম আলী সালিশ মানেননি। আজকে সে লোকজন নিয়ে আমার ভাতিজার উপর হামলা চালায়। কাশেমের লোকজন আমার ভাতিজাকে লাঠিপেটা ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ও ভাতিজার পেটে বুকে ও মাথায় শাবল দিয়ে কুপিয়েছে। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত কাশেম আলী খাঁ ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১০

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১১

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১২

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১৩

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১৪

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১৫

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১৬

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১৭

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৮

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৯

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

২০
X