শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহতের বাড়িতে স্বজনের আহজারি। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহতের বাড়িতে স্বজনের আহজারি। ছবি : কালবেলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম মোতাইত চর মাইঝারা এলাকার বাসিন্দা এবং কুচাইপট্টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঘটনাটি পূর্বের জমি সংক্রান্ত বিরোধ থেকে ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় তখন কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে শেরু মার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাশেম আলী খাঁর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড-রামদা নিয়ে কাশেম মোতাইতের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা কাশেম মোতাইতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। শাবল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কাশেমের চাচা শফি মোতাইত কালবেলাকে বলেন, অনেকদিন জমি জমা নিয়ে আমার ভাতিজা কাসেম মোতাইতের সাথে একই এলাকার কাসেম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে ঝামেলা চলছিল। এই নিয়ে কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু কাশেম কাসেম আলী সালিশ মানেননি। আজকে সে লোকজন নিয়ে আমার ভাতিজার উপর হামলা চালায়। কাশেমের লোকজন আমার ভাতিজাকে লাঠিপেটা ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ও ভাতিজার পেটে বুকে ও মাথায় শাবল দিয়ে কুপিয়েছে। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত কাশেম আলী খাঁ ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত মঙ্গলবার

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

ভারতে প্রবল বৃ‌ষ্টি, কুড়িগ্রামে ভেসে আসছে হাজার হাজার গাছ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, পাক অধিনায়ক জড়ান তর্কে

ইন্দোনেশিয়ায় স্কুল ভবনধসে মৃত্যু ৫০

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি, জেনে নিন পুরো প্রক্রিয়া

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

১০

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

১১

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

১৩

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৪

করতোয়া নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

১৫

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৬

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

১৭

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৮

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১৯

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

২০
X