জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা শৌখিন ফটোগ্রাফার রাফিদের স্মৃতিকে ধরে রাখার জন্য একটি অনলাইন ন্যাচারাল ফটোগ্রাফি কন্টেস্ট আয়োজন করার চিন্তা করেছি। এ প্রতিযোগিতাটা আমরা রাফিদের নামেই করতে চাই।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ইশতিয়াক আহমেদ রাফিদের পরিবারের সঙ্গে সাক্ষাত করে এ কথা বলেন তিনি।
গত ২ মে (শুক্রবার) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর কুড়িল বাইপাসে ফটোগ্রাফি করার সময় ট্রেন দুর্ঘটনায় মারা যান রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ রাফিদ। তার পরিপ্রেক্ষিতেই আজ তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও নিহত রাফিদের জন্য দোয়ার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রাফিদের এ মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমরা উপলব্ধি করি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার ফয়সালায় রাফিদের মৃত্যু হয়েছে। এখানে আমাদের কারো কোনো হাত নেই। আমাদের ধৈর্য্য ধারণ করে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা শৌখিন ফটোগ্রাফার রাফিদের স্মৃতিকে ধরে রাখার জন্য একটি অনলাইন ন্যাচারাল ফটোগ্রাফি কন্টেস্ট আয়োজন করার চিন্তা করেছি। এ প্রতিযোগিতাটা আমরা রাফিদের নামেই করতে চাই। এটি যেহেতু অনলাইনে হবে সেহেতু সারা দেশ থেকে যারা ন্যাচারাল ফটোগ্রাফি করে তারা নিজ নিজ অবস্থান থেকে এখানে অংশগ্রহণ করতে পারবে। রাফিদের পরিবারের যদি এ ব্যাপারে কোনো ভিন্নমত না থাকে তাহলে আমরা এটি করতে চাই।
এ সময় তিনি রাফিদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. এনায়েতুল্লাহ, শিবগঞ্জ উপজেলা নায়েবে আমির আব্দুল মান্নান ও রবিউল ইসলামসহ জামায়াতের স্থানীয় নেতারা।
মন্তব্য করুন