শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

সংঘর্ষের ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। ছবি : কালবেলা
সংঘর্ষের ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কৃষক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম নজরুল প্রামাণিক (৪৫)। তিনি রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কৈলিয়ার চর, বাগধোনাইল , করশালিকা এবং রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে চার গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধোনাইল গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে নজরুল প্রামাণিক নিহত হয়েছে। এ ছাড়া উভয়পক্ষের আরও ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, বাগধোনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ছয় মাস আগে দুই গ্রামের মধ্যে মারামারি হলেও স্থানীয়ভাবে মীমাংসা হয়। এরপর সোমবার (১৯ মে) বাগধোনাইল গ্রামের নিজুবর নামের একজন কৃষক জমির ধান কাটতে গেলে কলিয়ার চর গ্রামের লোকজন মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলিয়ার চর গ্রামের মানুষের বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে বাগধোনাইল, করশালিকা এবং রূপবাটি গ্রাম ঐক্যবদ্ধ হয়ে কলিয়ারচর গ্রামের সঙ্গে মঙ্গলবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ চলাকালেই নজরুল প্রামাণিক নামের একজন কৃষক নিহত হন। এতে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নজরুল প্রামাণিকের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ গ্রামবাসী ধাওয়া দিলে কলিয়ার চর গ্রামের মানুষ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক হলে দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় কলিয়ার চর গ্রামের নারী-পুরুষ। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের সূত্র ধরেই কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে নজরুল প্রামাণিক নামে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোনকে উত্ত্যক্ত করায় মামলা, বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল যুক্তরাজ্য

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান

পিছু হটছে ভারত-পাকিস্তান সেনারা

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর প‌ক্ষে-বিপ‌ক্ষে মিছিল

সিলেট ও কক্সবাজার থেকে ফ্লাইট চালানোর আগ্রহ এয়ার এরাবিয়ার

বিশ্বাসের পক্ষে জীবন্ত উপন্যাস ড. আ জ ম ওবায়েদুল্লাহ : ডা. শফিকুর রহমান

সুযোগ পেয়েও অর্থাভাবে আইন বিভাগে পড়ার স্বপ্ন মলিন মোস্তাফিজুরের

আগে বিচার তারপর নির্বাচন : ড. রেজাউল করিম

চাকরি ছাড়লেন ৫ এএসপি

১০

গেন্ডারিয়া থেকে ২৮ ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার

১১

নিয়োগ প্রক্রিয়া বাতিলের ব্যাখ্যা দিল রাজউক

১২

আলোচনা ফলপ্রসূ হয়নি, অবস্থান কর্মসূচিতে এনবিআরের কর্মকর্তারা

১৩

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

১৪

কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিলের আহ্বান টিআইবির

১৫

অসময়ে জ্বলল বসুন্ধরা কিংস

১৬

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম হলেন ময়মনসিংহের মৌমিতা

১৭

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

১৮

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির 

১৯

প্রো-কাবাডি নিলামে বাংলাদেশের ১০ জন

২০
X