সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর এক মাসের ছাদ পরিষ্কারে ব্যয় ২৪ হাজার

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। ছবি : সংগৃহীত
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ছাদের আগাছা পরিষ্কারেই ২৪ হাজার টাকা ব্যয় দেখালেন ইউএনও। তবে ইউএনও বলছেন বিলে হয়তো মিসটেক হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে উল্লাপাড়া উপজেলার প্রশাসনিক ভবনের আগাছা পরিষ্কারেই ২৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আসে। প্রায় সাড়ে ৪ হাজার স্কয়ার ফুট ভবনের ছাদের এই আগাছা পরিষ্কার করতে এত টাকা কেন ব্যয় করা হলো, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, ছাদের আগাছা পরিষ্কারে এক থেকে দুজন শ্রমিক লাগার কথা, যার মজুরি সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা। ১৬ গুণ বেশি টাকা কেন লাগল তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

উপজেলা পরিষদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এবং প্রশাসক (অতিরিক্ত দায়িত্বে) আবু সালেহ্ মোহাম্মদ হাসানাতের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণীর ১৬ নম্বর ঘরে আয় ব্যয়ের উপর আলোচনা হয়।

সেখানে বিদ্যুৎ বিল, আপ্যায়ন, মহান বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন খাতে ২ লাখ ৭০ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। শেষ লাইনে বর্জ্য অপসারণ খাতে প্রশাসনিক ভবনের ছাদের আগাছা পরিষ্কার বাবদ ২৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।

এ বিষয়ে অফিস সহকারী রিপন কুমার বলেন, আমাদের পরিত্যক্ত কোয়ার্টারের পেছনে অনেক জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। ব্যয় আরও বেশি হয়েছে। নীতিমালার মধ্যে যেভাবে আছে সেভাবে দেখাতে হয়। কিন্তু আসলে ছাদও পরিষ্কার করতে হয় পাশাপাশি আশপাশের আবাসিক ভবনে অনেক আগাছা হয় সেগুলো পরিষ্কার করতে হয়। এটা কমন একটা প্রসেস আরকি।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার আজাদ বলেন, ডিসেম্বরের ব্যয়ের বিষয়টি আমার জানা নেই। আমি ডিসেম্বরের পরে এখানে এসেছি।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, এটা প্রশাসনিক ব্যাপার, ইউএনও দেখেন। আমাদের তো ফিল্ড ওয়ার্ক করার সুযোগ নেই। আমরা প্রোপার বিল ভাউচার ঠিক থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাউন্টার সাইন বা উনি যে ব্যয় করেছেন তার ডকুমেন্ট থাকলে সেটা আর ব্যাক করা সুযোগ নেই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত কালবেলাকে বলেন, ২০২৪ সালের জুন থেকেই উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে আগাছা পরিষ্কারে ব্যয় করা হয়েছে। ডিসেম্বরে এসে সেটার বিল করা হয়েছে। ডিসেম্বরের ওই বিলে শুধু ছাদের আগাছা পরিষ্কারের কথা লেখা প্রসঙ্গে তিনি বলেন, হয়তো মিসটেক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন ভারতীয় নারী 

জান্নাতুলের মৃত্যু, ভোট গণনা কক্ষে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা

পাঁচ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, ৩ কিশোর আটক

ফিক্সিং কাণ্ডে জড়িতদের শাস্তি কীভাবে দেওয়া হবে জানালেন বিসিবি সভাপতি

কাতারে ইসরায়েলের হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন যোদ্ধারা

সবজির বাজারে উত্তাপ, চড়া মাছের বাজারও

ফরিদা পারভীনের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

ভোট গণনাকালীন শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

লেবুর সঙ্গে ভুলেও খাবেন না যে ৪ খাবার

১০

ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা

১১

ঠাকুরগাঁওয়ে ভুয়া বিল প্রকল্পে টাকা আত্মসাৎ

১২

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ 

১৩

শনিবার বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টাফেল

১৪

জাকসুর ১৪ হলের ভোট গণনা শেষ, ফলের সময় জানা গেল

১৫

কোরিয়ান এক কেজি লবণের দাম ৩০ হাজার টাকা! কী আছে এতে

১৬

খেলাধুলা থেকে ইসরায়েলিদের বাদ দিতে বললেন স্পেনের মন্ত্রী

১৭

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

১৮

মাকে বাঁচাতে গিয়েছিলেন একমাত্র ছেলে, বুকে ছুরি বসালেন বাবা

১৯

জাকসু নির্বাচন / দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু নিয়ে যে অভিযোগ করলেন শিবিরের ভিপি প্রার্থী

২০
X