সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর এক মাসের ছাদ পরিষ্কারে ব্যয় ২৪ হাজার

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। ছবি : সংগৃহীত
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ছাদের আগাছা পরিষ্কারেই ২৪ হাজার টাকা ব্যয় দেখালেন ইউএনও। তবে ইউএনও বলছেন বিলে হয়তো মিসটেক হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে উল্লাপাড়া উপজেলার প্রশাসনিক ভবনের আগাছা পরিষ্কারেই ২৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আসে। প্রায় সাড়ে ৪ হাজার স্কয়ার ফুট ভবনের ছাদের এই আগাছা পরিষ্কার করতে এত টাকা কেন ব্যয় করা হলো, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, ছাদের আগাছা পরিষ্কারে এক থেকে দুজন শ্রমিক লাগার কথা, যার মজুরি সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা। ১৬ গুণ বেশি টাকা কেন লাগল তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

উপজেলা পরিষদের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এবং প্রশাসক (অতিরিক্ত দায়িত্বে) আবু সালেহ্ মোহাম্মদ হাসানাতের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণীর ১৬ নম্বর ঘরে আয় ব্যয়ের উপর আলোচনা হয়।

সেখানে বিদ্যুৎ বিল, আপ্যায়ন, মহান বিজয় দিবস উদযাপনসহ বিভিন্ন খাতে ২ লাখ ৭০ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। শেষ লাইনে বর্জ্য অপসারণ খাতে প্রশাসনিক ভবনের ছাদের আগাছা পরিষ্কার বাবদ ২৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।

এ বিষয়ে অফিস সহকারী রিপন কুমার বলেন, আমাদের পরিত্যক্ত কোয়ার্টারের পেছনে অনেক জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে। ব্যয় আরও বেশি হয়েছে। নীতিমালার মধ্যে যেভাবে আছে সেভাবে দেখাতে হয়। কিন্তু আসলে ছাদও পরিষ্কার করতে হয় পাশাপাশি আশপাশের আবাসিক ভবনে অনেক আগাছা হয় সেগুলো পরিষ্কার করতে হয়। এটা কমন একটা প্রসেস আরকি।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার আজাদ বলেন, ডিসেম্বরের ব্যয়ের বিষয়টি আমার জানা নেই। আমি ডিসেম্বরের পরে এখানে এসেছি।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, এটা প্রশাসনিক ব্যাপার, ইউএনও দেখেন। আমাদের তো ফিল্ড ওয়ার্ক করার সুযোগ নেই। আমরা প্রোপার বিল ভাউচার ঠিক থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাউন্টার সাইন বা উনি যে ব্যয় করেছেন তার ডকুমেন্ট থাকলে সেটা আর ব্যাক করা সুযোগ নেই।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত কালবেলাকে বলেন, ২০২৪ সালের জুন থেকেই উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে আগাছা পরিষ্কারে ব্যয় করা হয়েছে। ডিসেম্বরে এসে সেটার বিল করা হয়েছে। ডিসেম্বরের ওই বিলে শুধু ছাদের আগাছা পরিষ্কারের কথা লেখা প্রসঙ্গে তিনি বলেন, হয়তো মিসটেক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত

‌‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’

১০

ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩

১১

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা 

১২

লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর

১৩

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

১৪

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, তদন্তে হাসপাতালে দুদক

১৫

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার

১৬

সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ

১৭

শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি

১৮

ছাত্ররাই হানাদার-স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছে : হান্নান মাসউদ

১৯

চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি বন্ধ

২০
X