সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা কলেজে চায় না শিক্ষার্থীরা

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছে শিক্ষার্থীরা। ইনসেটে নাদিরা ইয়াসমিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছে শিক্ষার্থীরা। ইনসেটে নাদিরা ইয়াসমিন। ছবি : কালবেলা

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার ওই কলেজের শিক্ষার্থীরাও ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহর কাছে প্রথম স্মারকলিপি প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে আরেকটি স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া। ২. তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৩. ভবিষ্যতে সাতক্ষীরায় ইসলামবিদ্বেষী কাউকে বদলি বা নিয়োগ না করা।

শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এসব কারণে শিক্ষার্থীরা মনে করছেন, তার উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

স্মারকলিপিতে নেতৃত্ব দেন গণিত বিভাগের বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণীবিদ্যার ফাহমিদ আলম ও আব্দুল্লাহ আল মামুন, অর্থনীতির ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যার ইমরান নাজির শুভ এবং বাংলা বিভাগের শাওন হোসেন প্রমুখ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

প্রসঙ্গত, গত সোমবার (২৬ মে) ধর্ম অবমাননার অভিযোগের জেরে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়। হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত রোববার (২৫ মে) নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখা। একই সময়ে, দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা এবং তাকে হুমকি প্রদানকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই : রাষ্ট্রদূত মুশফিক

জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু-করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ 

মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আ.লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছে : মির্যা গালিব

পাকিস্তানি এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা তুলল যুক্তরাজ্য

‘ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়’

কেশবপুরে ১০ হাজার মানুষ পানিবন্দি

জুলাই শহীদদের প্রতি লিটনের জয় উৎসর্গ

এবার গোপালগঞ্জের সব থানা ও গ্রামে যাবেন নাহিদরা

‘মুরগির খোপে’ বসবাস করা শতবর্ষী লালবড়ু আর নেই

১০

হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুলে শিশুর মৃত্যু!

১১

এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি এনডিপির

১২

মেসির সঙ্গে খেলতে মায়ামি আসছেন ডি পল

১৩

যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

১৪

নেইমারের জাদুতে সান্তোসের মুক্তি

১৫

জুলাই উৎসব পালনের জন্য ২৫০০ টাকা পেল প্রাথমিক স্কুল 

১৬

ভিনিকে বিক্রি করতে পারে রিয়াল!

১৭

গোপালগঞ্জে আটক ১৪

১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা : খালাসপ্রাপ্ত আসামিদের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে

১৯

ফরিদপুরের পথে এনসিপির নেতারা

২০
X