সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা কলেজে চায় না শিক্ষার্থীরা

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছে শিক্ষার্থীরা। ইনসেটে নাদিরা ইয়াসমিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছে শিক্ষার্থীরা। ইনসেটে নাদিরা ইয়াসমিন। ছবি : কালবেলা

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার ওই কলেজের শিক্ষার্থীরাও ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহর কাছে প্রথম স্মারকলিপি প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে আরেকটি স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া। ২. তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৩. ভবিষ্যতে সাতক্ষীরায় ইসলামবিদ্বেষী কাউকে বদলি বা নিয়োগ না করা।

শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এসব কারণে শিক্ষার্থীরা মনে করছেন, তার উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

স্মারকলিপিতে নেতৃত্ব দেন গণিত বিভাগের বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণীবিদ্যার ফাহমিদ আলম ও আব্দুল্লাহ আল মামুন, অর্থনীতির ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যার ইমরান নাজির শুভ এবং বাংলা বিভাগের শাওন হোসেন প্রমুখ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।

প্রসঙ্গত, গত সোমবার (২৬ মে) ধর্ম অবমাননার অভিযোগের জেরে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়। হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত রোববার (২৫ মে) নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখা। একই সময়ে, দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা এবং তাকে হুমকি প্রদানকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১০

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১১

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১২

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৩

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৪

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৭

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৮

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৯

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

২০
X