

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
একইসঙ্গে ধানের শীষের প্রার্থীদের পক্ষে সর্বাত্মক নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা, সমন্বয় ও মাঠে-ময়দানে কাজ করার জন্য দেশব্যাপী সংগঠনের নেতা ও সংগঠকদের সমন্বয়ে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) কল্যাণ ফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটিতে বিজন কান্তি সরকারকে আহ্বায়ক ও রমেশ দত্তকে সমন্বয়ক করা হয়েছে।
আর সদস্যদের মধ্যে রয়েছেন- ম্যা ম্যা চিং, ড. সুকোমল বড়ুয়া, জয়ন্ত কুন্ডু, অমলেন্দু দাস অপ, জন গোমেজ, অপর্ণা রায় দাস, মনীষ দেওয়ান, সুশীল বড়ুয়া, দেবাশীষ রায় মধু, এলবার্ট পি কস্তা, পরিতোষ চক্রবর্তী, নিবাস চন্দ্র মাঝি, তপন কুমার বসু (মিন্টু), গৌরাঙ্গ সমাদ্দার, উত্তর সরকার, জয়দেব জয়, সুভাষ চন্দ্র দাস, মৃণাল কান্তি বৈষ্ণব, সঞ্জিত কুমার দেব জনি, বিশ্বজিৎ ভদ্র প্রমুখ।
বিজ্ঞপ্তিতে কল্যাণ ফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীগণকে বিএনপি এবং তার জোটের প্রার্থীদের ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন