কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমীর হামজার এমপি মনোনয়নে যা বলছে ইসলামী দলগুলো

জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মুফতি আমীর হামজা। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মুফতি আমীর হামজা। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্থানীয় ভোটারদের কাছে দলটি তাদের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসাবে দেখা হচ্ছে। এরই ধারবাহিকতায় সারাদেশের ন্যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।

গত ২৫ মে মনোনয়ন ঘোষণা দেওয়ার পর থেকেই জেলার রাজনৈতিক মহলে চলছে আলোচনার ঝড়।

জানা যায়, ইসলামিক আলোচক হিসাবে মুফতি আমীর হামজার খ্যাতি বিশ্বজুড়ে। তিনি বাংলাদেশের বাইরে বিভিন্ন মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলিতে ইসলামের প্রচারে কাজ করেন। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক আলোচক তিনি। তবে ইসলামী আলোচক হিসাবে আলোচনায় থাকলেও এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচনের জন্য কুষ্টিয়া-৩ আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। তাই তার মনোনয়ন নিয়ে জেলার রাজনীতিতে এখন চলছে সরব আলোচনা।

তবে বিষয়টি নিয়ে জেলার ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বাংলাদেশ খেলাফত মজলিশ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মৃদা মুফতি আমির হামজার মনোনয়ন সম্পর্কে জানান, এটা জামায়াতের ইসলামীর কৌশলগত বিষয়। তবে আমরা চাই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তাই এটা প্রতিষ্ঠিত করতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। তবে ব্যক্তি আমীর হামজা ও রাজনীতির মাঠে ওনার অবস্থান কেমন হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে অপারোগতা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্য দলের কোনো বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে দলগুলোর প্রার্থীতেও আসতে পারে পরির্বতন।

আমীর হামজার মনোনয়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক গোলাম তওহীদ আনোয়ার বলেন, প্রার্থী হিসাবে আলেম-ওলামা সমাজের যারাই আসুক তাদের আমরা সাধুবাদ জানাই ।

তিনি বলেন, আমীর হামজাকে মনোনয়ন দেওয়া জামায়তের একান্ত নিজেস্ব বিষয়। এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমির হামজা একজন বিশিষ্ঠ ইসলামী বক্তা কিন্তু তিনি রাজনীতিতে কেমন হবেন সে বিষয়ে কিছু এখন করতে চাচ্ছি না। জেলা জামায়াতের রাজনীতিতে অধ্যাপক ফরহাদ হোসেন প্রথমে প্রার্থী হিসাবে মনোনীত ছিল পরে আমির হামজাকে জামায়াত থেকে মনোনয়ন দেয়া হয়, আগামীতে যে পরির্বতন হবে না তা কেউ জানে। তবে কে এমপি হবে কে মনোনয়ন পাবে তা ভাববার সময় এখনো আসেনি।

আমির হামজাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া জামায়াতের সঠিক সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা জামায়াতের একান্ত সিদ্ধান্ত আমার এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না। কারণ আমি অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি। তবে বিএনপির বিপক্ষে নির্বাচনে প্রার্থী হিসাবে তিনি ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে তিনি মনে করেন।

এদিকে বাংলাদেশ যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ শারাফাত হোসাইন বলেন, মুফতি আমীর হামজাকে তার সংগঠন উপযুক্ত মনে করেছে তাই তাকে মনোয়ন দিয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি সর্বসাধারনের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ।

তিনি বলেন, আমি ব্যাক্তিগতভাবে তাকে চিনি, তিনি একজন সাদাসিধা ভালো মানুষ।

প্রার্থী হিসাবে তিনি কেমন হবে জানতে চাইলে তিনি আরও বলেন, তিনি প্রার্থী হিসাবে অবশ্যই ভালো হবে। কারণ তিনি একজন আলেম মানুষ। তার কাছে আমাদের প্রত্যাশাও থাকবে বেশি। তিনি এমপি হলে সমাজের জন্য ভালোই হবে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আরও দায়িত্বশীল ব্যাক্তিকে মনোনয়ন দিত তাহলে বিষয়টি আরও বেশি ভালো হতো বলে তিনি মনে করেন।

তবে স্থানীয় মানুষের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, অসৎ ও মানুষের সম্পদ লুন্ঠনকারীদের বাদ দিয়ে সৎ, যোগ্য ও মানবিক গুণাবলি সমৃদ্ধ প্রার্থীদের যেন মনোনয়ন দেয় সেই তাই রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

বিরুলিয়ায় মাহামুদুল হাসান আলাল চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

স্বাস্থ্য পরামর্শ / ব্লাড ক্যান্সার কী, কেন হয় এবং প্রতিকারের উপায়

গভীর রাতে ফারুককে সরিয়ে দিল এনএসসি, দায়িত্ব নিচ্ছেন বুলবুল

আবারো মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

‘জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়’

টিআরএনবি’র কর্মশালা / আইসিএক্স বাতিলে অবৈধ ভিওআইপি ও রাজস্ব ফাঁকির আশঙ্কা বিনিয়োগকারীদের

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি

রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন-২০২৫ অনুষ্ঠিত

জলাবদ্ধতা নিরসনে জরুরি ডিএনসিসির কন্ট্রোলরুম স্থাপন

১০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর রাতে প্রজ্ঞাপন / ফারুকের মনোনয়ন বাতিল, দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল

১১

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ

১২

ব্যবসায়ীর হাতের কবজি কাটার অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে 

১৩

ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ছাত্রলীগ নেতা!

১৪

নতুন কর্মসূচি দিলেন সরকারি কর্মচারীরা

১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ

১৬

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

১৭

সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯

১৮

মার্কা দেখার দরকার নাই, মানুষ দেখে ভোট দিন : সারজিস

১৯

বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

২০
X