কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী নিরাপত্তায় ‘সক্ষমতা’ দেখাল বেবিচক

শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা মহড়ায় বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা মহড়ায় বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে একটি বার্তা আসে, একটি উড়োজাহাজে ‘বোমা সদৃশ’ বস্তু রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয় এবং দ্রুত প্রতিরোধ প্রক্রিয়া শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী অল্পসময়ের মধ্যেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় এবং উড়োজাহাজ থেকে সন্দেহভাজন বস্তুটি শনাক্ত করে নিষ্ক্রিয় করে।

এটি বাস্তব কোনো ঘটনা নয়, বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রামে বিমানবন্দরে এভাবেই সাজানো হয় নিরাপত্তা মহড়া। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানান দেয়, কখনও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুততম সময়েই তা প্রতিরোধের সক্ষমতা রয়েছে।

বেবিচকের আয়োজনে নিরাপত্তা অনুশীলনে বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন হাসপাতাল একযোগে অংশ নেয়। সংস্থাগুলো মহড়ার মাধ্যমে বুঝিয়ে দেয় যে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কার কী দায়িত্ব এবং তা মোকাকিলায় তারা কতটা প্রস্তুত।

বিমানবাহিনী থেকে একটি এয়ারক্রাফ্ট ও একটি হেলিকপ্টার এই মহড়ায় অংশ নেয়।

মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বেবিচক চেয়ারম্যান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এভসেক (এভিয়েশন সিকিউরিটি) সদস্যরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত মহড়া পরিচালনা করে আসছে।

তিনি বলেন, আইকাও নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা। তারই নির্দেশনা হিসেবে আজকের এই মহড়ার আয়োজন। তবে আজকের মহড়ায় দ্রুততম সময়ে প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত ইতিবাচক। বিভিন্ন সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বেবিচক চেয়ারম্যান অংশগ্রহণকারী সংস্থাগুলোর দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করে বলেন, প্রত্যেকের পারফরম্যান্স ছিল অত্যন্ত সন্তোষজনক।

বেবিচক জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী হাইজ্যাক, অগ্নিনিরাপত্তা ও বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা মূল্যায়নে প্রতি দুই বছর পর পর এমন মহড়ার আয়োজন করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের মহড়ার মূল উদ্দেশ্য ছিল কোন এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় বা উদ্ধার করার প্রক্রিয়া অনুশীলন করা।

মহড়া অনুষ্ঠানে বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১০

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১১

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৩

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৪

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৫

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৬

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৭

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৮

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৯

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

২০
X