

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝারি পরিসরের অগ্নি-নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় এ মহড়া পরিচালিত হয়।
বিমানবন্দরের অগ্নি-নির্বাপন কাজে নিয়োজিত জনবল, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা এবং জরুরি মুহূর্তে বিভিন্ন সংস্থার সমন্বয় যাচাই করতেই এ মহড়া আয়োজন করা হয়।
মহড়া বিমানবন্দরের কার্গো ওয়ারহাউস সংলগ্ন স্থানে সম্পন্ন হয়। এতে অংশ নেয় বিমানবন্দরের ফায়ার শাখা, এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এবং বিমানবন্দরের মেডিকেল ইউনিটসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রাখতে নিয়মিত এই ধরনের মহড়া খুবই গুরুত্বপূর্ণ।
মহড়ার স্ক্রিপ্ট অনুযায়ী, কার্গো ওয়ারহাউসের পাশে থাকা পরিত্যক্ত ময়লায় হঠাৎ আগুন ধরে যাওয়ার পরিস্থিতি তৈরি করা হয়। কন্ট্রোল টাওয়ার দ্রুত ‘অ্যালার্ট’ জারি করলে ফায়ার ইউনিট, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমরা ঘটনাস্থলে ছুটে আসে। যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিস্তার রোধ করা সম্ভব হয়। মহড়ার মাধ্যমে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার সক্ষমতা, টিমওয়ার্ক ও সংস্থাগুলোর সমন্বয় সফলভাবে যাচাই করা হয়েছে।
মহড়াটি সরাসরি তদারকি করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, পিএসসি, এএফডব্লিউসি। উপস্থিত ছিলেন স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মহড়া অব্যাহত থাকবে।
মন্তব্য করুন