ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে গোমতীর পানি, বন্যার শঙ্কা

বাড়ছে গোমতী নদীর পানি। ছবি : কালবেলা
বাড়ছে গোমতী নদীর পানি। ছবি : কালবেলা

গত বছরের আগস্টে ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় দুই উপজেলায়। এদিকে সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে গোমতী নদীর পানি বাড়তে দেখে দুই উপজেলার মানুষের মধ্যে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, দেশের ছয়টি জেলায় বন্যা হতে পারে। এসব এলাকার নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বাড়তে পারে।

সরেজমিনে গোমতী নদীর পাড় ঘুরে দেখা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে গোমতী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানির স্রোত স্বাভাবিকের চেয়ে বেশি। এ নিয়ে তীরবর্তী মানুষসহ দুই উপজেলার মানুষের মধ্যে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও গোমতীর চর প্লাবিত হতে শুরু করেছে। এ নিয়ে গোমতী চরের চাষিদের মধ্যেও ফসল হারানোর ভয় চেপে বসেছে। উপজেলার বিভিন্ন জলাশয়, ডোবা ও খাল টানা বৃষ্টির কারণে পানিতে টইটম্বুর হয়ে উঠেছে।

মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার গোমতী তীরবর্তী বাসিন্দা দুলাল মিয়া বলেন, গত বছর আমাদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে এই গোমতী। আমাদের পাকা ধান তলিয়ে গিয়েছিল। আমরা বাড়িঘরেও থাকতে পারিনি এতটা ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলাম। এবারও গোমতী নদীর পানি বাড়তে দেখে আমাদের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গোমতীর চরে আবাদ করা ফসল হারানোর ভয়ে আছি।

সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, বিভিন্ন মিডিয়ায় দেখছি আবারও বন্যা হতে পারে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে। আবারও যদি আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হই তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না।

সদর ইউনিয়নের নাইঘর এলাকার বাসিন্দা আবু ইউসুফ বলেন, শুনেছি গোমতী নদীর পানি বাড়ছে, আবারও নাকি বন্যার শঙ্কা রয়েছে। গত বছরের বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে গোমতী নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে গোমতী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আপাতত ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেন এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

১০

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১১

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১২

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১৩

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৪

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৫

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৬

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৮

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৯

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

২০
X