জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করায় নোয়াখালী হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক টফি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা চিঠি হাতিয়া পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় আপনাকে (কাজী আবদুর রহিম) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু আপনি লিখিত যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এ জন্য আপনাকে হাতিয়া পৌর বিএনপির সভাপতিসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’
এদিকে একই দিন সাক্ষরিত আরেক চিঠিতে প্রফেসর আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে হাতিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করায় গত ১৭ আগস্ট হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে শোকজ করা হয়েছে। তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক। ১৫ আগস্ট মাদরাসার পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ওই দোয়ার আয়োজন করা হয়েছিল।
শিক্ষক কাজী আবদুর রহিম অনুষ্ঠানে উপস্থিত ও ছবি পোস্ট করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ওই মাদরাসায় শিক্ষকতা করি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলাম। ফেসবুকে ছবিও দিয়েছি। জাতীয় নেতাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের অবদানকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।
অব্যাহতির চিঠি বিষয়ে তিনি বলেন, দল আমার চেয়ে নিশ্চয় ভালো কাউকে যোগ্য মনে করেছে তাই আমাকে অব্যাহতি দিয়েছে। এতে আমার কিছু বলার নেই।
মন্তব্য করুন