প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে ধরা হয়েছে ১০০ কেজি চিংড়ি। এসব ধরতে ব্যবহার করা হয়েছে কীটনাশক। বন বিভাগের অভিযানে ওই চিংড়ি রেখে পালিয়ে যান জেলেরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন কোবাদক স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে সেসব চিংড়িসহ একটি নৌকা জব্দ করে।
এ সময় নৌকা থেকে দুই বোতল কীটনাশক ও একটি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যান।
কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ‘গহিন সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অবস্থান করি। ভোরে নদীতে নৌকা দেখতে পেয়ে দ্রুত নৌকার কাছে পৌঁছাতেই জেলেরা গহিন বনে পালিয়ে যান। এ সময় বিষ দিয়ে ধরা চিংড়ি, নৌকা ও অনান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।’
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা চিংড়ি আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে ।’
মন্তব্য করুন