মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে জেলেরা

মাছ ধরার একটি ট্রলার। ছবি : কালবেলা
মাছ ধরার একটি ট্রলার। ছবি : কালবেলা

সামুদ্রিক মাছ আহরণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে কাঙ্ক্ষিত ইলিশের খোঁজে গভীর সমুদ্রে যাত্রা করেছেন উপকূলের হাজারো জেলে। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এমন রঙিন স্বপ্ন নিয়ে ইলিশের খোঁজে ছুটছেন তারা।

নীল জলরাশির বুকে এবার তারা পাড়ি দিচ্ছেন এক বুক স্বপ্ন নিয়ে। রুপালি ইলিশের খোঁজে বুধবার (১১ জুন) মধ্যরাত ও বৃহস্পতিবার (১২ জুন) সকালে মহিপুর-আলীপুর মৎস্য বন্দর থেকে শত শত ট্রলার ছেড়ে গেছে গভীর সমুদ্রের দিকে। আশানুরূপ ইলিশ পাবে এমনটাই প্রত্যাশা জেলেদের।

বন্দরের জেলে রুহুল মাঝি বলেন, সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ শিকারের জন্য যাচ্ছি। আশা করছি, ভালো মাছ পাব।

দিদার মাঝি বলেন, আমরা সরকারের নিষেধাজ্ঞা শতভাগ পালন করেছি। আশা করছি, সমুদ্রে বেশ ভালো মাছ হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী মাছ পাব, ইনশাআল্লাহ।

জেলে করিম দফাদার বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞায় ধারদেনা করে চলেছি। সরকার যে চাল দিয়েছে, তা দিয়ে সংসার চালানো সম্ভব হয়নি। অবরোধ শেষে অনেক আশা নিয়ে সমুদ্রে যাচ্ছি। এখন সমুদ্রে নেমেও যদি ইলিশ না পাই, তাহলে বিপদ আরও বাড়বে।

মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, আমরা শতভাগ সরকারের নিষেধাজ্ঞা পালন করেছি। তবে আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনা, ভোলা, রামগতিসহ বিভিন্ন অঞ্চলে অবরোধকালীন সময়ে প্রকাশ্যে মাছ শিকার ও বিক্রি হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন না হওয়ায় জেলেরা বড় একটা লোকসানের সম্মুখীন হতে পারে। তবুও আশা নিয়ে ৫-৬ লাখ টাকার বাজার দিয়ে বোট সমুদ্রে পাঠিয়েছি। আল্লাহ সহায় হলে স্বপ্নপূরণ হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর সরকারের অবরোধ সঠিকভাবে পালন হয়েছে। সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছ ভালোভাবে ডিম প্রজনন করতে পেরেছে। এ বছর সমুদ্রে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। আশা করছি উপকূলের জেলেরা এ বছর ভালো পরিমাণ মাছ পাবে।

উল্লেখ্য, ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার। তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সময়ের অসামঞ্জস্যতা এবং জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবার সময় পরিবর্তন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়।

এই সময়ে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কোস্টগার্ড, নৌপুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। আইন ভঙ্গকারীদের জেল ও জরিমানাও দেওয়া হয়েছে। জেলেসহ মৎস্য সংশ্লিষ্টদের আশা এবার সমুদ্রে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১০

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১১

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১২

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৩

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৪

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৫

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৬

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৭

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৮

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৯

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

২০
X