ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আশ্রয়ণ প্রকল্পে কর্মরত শ্রমিককে হত্যার হুমকি, মারধর, চাঁদা দাবি এবং মালামাল চুরির অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় শ্রমিক শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন বাড়ি থেকে আশ্রয়ণ প্রকল্পের চোরাই কিছু মালামাল উদ্ধার করে। এ সময় অভিযুক্ত জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন কান্দাপাড়ার বাসিন্দা। বাঞ্ছারামপুর কান্দাপাড়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কান্দাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের কাজ করছেন কয়েকজন শ্রমিক। রোববার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের শ্রমিক শফিকুল ইসলামের কাছে কান্দাপাড়ার জালাল মিয়াসহ কয়েকজন এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় টাকা দিতে অপারগতা জানালে তাকে মারধর করে তার সঙ্গে থাকা চার হাজার টাকা এবং আশ্রয়ণ প্রকল্পের কিছু মালামাল নিয়ে যান।
এ ঘটনায় শফিকুল ইসলাম সোমবার (২৮ আগস্ট) দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানায় তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে জালাল মিয়াকে গ্রেপ্তার করে।
শ্রমিক শফিকুল ইসলাম বলেন, ‘থানায় আমি অভিযোগ করেছি। পুলিশ জালালকে আটক করেছে। তার বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে।’
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা বলেন, ‘এ ঘটনায় আমার কাছে অভিযোগ করা হয়নি। তবে থানায় অভিযোগ করেছে। একজনকে আটক করার বিষয়টি শুনেছি। আমি আরও বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’
মন্তব্য করুন