রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহার

রংপুরের তারাগঞ্জে জামায়াত আয়োজিত শোকরানা মাহফিলে বক্তব্য দেন এটিএম আজহার। ছবি : কালবেলা
রংপুরের তারাগঞ্জে জামায়াত আয়োজিত শোকরানা মাহফিলে বক্তব্য দেন এটিএম আজহার। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে এটিএম আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জে এটিএম আজহারের কারামুক্তি উপলক্ষে উপজেলা জামায়াত আয়োজিত শোকরানা মাহফিলে তিনি একথা জানান।

এসময় মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী নির্বাচনে রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আমরা আপনাদের কাছে জানাতে চাই- আজহার ভাইকে এ পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব জামায়াতের আমির পালন করেছেন। বাকি- সংসদে নেওয়ার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, আগামী সংসদে গিয়ে আজহার ভাই বদরগঞ্জ-তারাগঞ্জ ও রংপুরসহ সারাদেশের মানুষের কথা জাতীয় সংসদে বলার মধ্য দিয়ে তিনি এই জাতির নেতৃত্ব দেবে আপনারা কি চান? এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত উঁচিয়ে তার কথায় সায় দেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে ভোট চান।

এসময় তিনি বলেন,আমি আপনাদের বলতে চাই গত তিনটি নির্বাচন করতে গিয়ে কোনো দল, ব্যক্তি বা ধর্মের লোকেরা বলতে পারবে না যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমি কোনো দল ব্যক্তি বা ধর্মের মানুষের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমার কাছে যারা যান সে যে ধর্মের হোক না কেন আমি সাধ্যমতো তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। তাই আপনাদেরকে বলি আগামী নির্বাচনে যদি আমাকে পছন্দ করেন তাহলে আমার হাতকে শক্তিশালী করেন। ব্যক্তি পর্যায়ে যে সেবা করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে গেলে তার চেয়ে কয়েকগুণ বেশি সেবা করা যায়।

তিনি বলেন, আমি আশ্বাস দিচ্ছি- যদি আপনারা আমাকে আগামী নির্বাচনের রায় দেন এমপির জন্য সরকারি কোষাগার থেকে যে বরাদ্দ হয় তার একটি হারাম টাকা আমার পেটে ঢুকবে না। আপনারা যদি আমাকে সহায়তা করেন আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য হতে পারি সমস্ত সরকারি টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ।

শোকরানা মাহফিলে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরীর আমির এটিএম আজম খান, জেলার আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

এর আগে আজ সকালে কারাভোগের ১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন এটিএম আজহার। বিকেল ৪টায় বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে শোকরানা মাহফিল শেষে নিজ বাড়ি লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন গ্রামে পারিবারিক কবরস্থান জিয়ারত করতে যান তিনি। সেখান থেকে ফিরে পৌরশহরের বালুয়াভাটার বাড়িতে রাতযাপন করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X