শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ছেলের কাটা পা নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে বাবা

ছেলের কাটা পা নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন বাবা। ছবি : কালবেলা
ছেলের কাটা পা নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন বাবা। ছবি : কালবেলা

শেরপুরের নকলায় তুচ্ছ ঘটনা নিয়ে মো. সাকিল মিয়া (১৮) নামে স্কুলছাত্রকে হাতে-পায়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে অস্ত্রোপচারে তার বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়। এখন বিচারের দাবিতে সাকিলের বাবা মো. আমির হোসেন সেই কাটা পা নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরছেন।

বুধবার (১৮ জুন) আমির হোসেন ছেলের কাটা পা নিয়ে নকলা উপজেলার সেনা ক্যাম্প, থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিচারের দাবি জানান।

এর আগে গত ১৫ জুন নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি দক্ষিণপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সাকিলের বাবা নকলা থানায় মো. হাসিবুল (২০), মো. অন্তিম (২২), মো. ইস্রাফিলসহ (৪৯) পাঁচজনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাকিলের সঙ্গে একই স্কুলের ছাত্র হাসিবুলের তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট হলেও ১৫ জুন সন্ধ্যায় হাসিবুল ও তার সঙ্গীরা সাকিলের ওপর অতর্কিত হামলা চালায়।

তারা দা দিয়ে সাকিলের হাত ও বাঁ পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সাকিলের চিৎকারে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে তার বাঁ পা কেটে ফেলা হয়।

মামলা দায়ের হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এতে হতাশ হয়ে সাকিলের বাবা ও স্বজনরা কাটা পা নিয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনা ক্যাম্পে বিচারের দাবিতে ছুটে বেড়াচ্ছেন।

ভুক্তভোগীর বাবা মো. আমির হোসেন বলেন, আসামিরা আমাদের প্রতিবেশী। সামান্য কথাকাটাকাটির জেরে আমার ছেলের পা বিচ্ছিন্ন করে দিল। পুলিশ আমাদের সহযোগিতা করছে না। আমরা বারবার বললেও তারা এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। এদিকে স্থানীয় একটা পক্ষ আমাদের মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন।

মামলার আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৌসিফের

মাদুরোকে আটকের খবর জানেন না ভাইস প্রেসিডেন্ট, প্রমাণ দাবি

ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ

বাদ পড়া মুস্তাফিজ কী পাবেন নিলামের পুরো টাকা, যা আছে নিয়মে

ভিক্টর ক্লাসিক বাসে নারীকে ধর্ষণের হুমকি, আটক ২

১০

খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন

১১

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের মনোনয়ন বৈধ

১২

এই মার্চে ভোগান্তিতে ফেলবে কিউলেক্স মশা

১৩

আমেরিকায় চাকরি নিলেন জায়েদ খান

১৪

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

১৫

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

১৬

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের

১৭

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

১৮

মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী, কারণ কী?

১৯

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

২০
X