সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৫১ বছর পর ছাত্রদলের প্রথম কমিটি পেল সাতক্ষীরা মহিলা কলেজ

সাতক্ষীরা মহিলা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আইরিন আমিন (বাঁয়ে) ও সদস্যসচিব করিমন নেছা শান্তা। ছবি : কালবেলা
সাতক্ষীরা মহিলা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আইরিন আমিন (বাঁয়ে) ও সদস্যসচিব করিমন নেছা শান্তা। ছবি : কালবেলা

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে এই প্রথমবারের মতো গঠিত হলো ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। কলেজটির রাজনৈতিক পরিমণ্ডলে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি, যেটি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন পর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত মোট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে, কমিটিগুলো ১৭ জুন এক পত্রে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়।

নবগঠিত সরকারি মহিলা কলেজের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহানা ইয়াসমিন। সদস্যসচিব হয়েছেন করিমন নেছা শান্তা। কমিটির অন্য সদস্যরা হলেন- সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

বিশেষভাবে উল্লেখযোগ্য, কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে তাদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে নিজেদের নজরকাড়া নেতৃত্ব প্রমাণ করেছে।

ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে প্রতিক্রিয়া জানিয়ে সদস্যসচিব করিমুন নেছা শান্তা বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। আমি মনে করি এই কমিটির মাধ্যমে আমাদের কলেজে ছাত্ররাজনীতির একটি নতুন দিগন্তের সূচনা হলো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে আমরা যে সাহসিকতা দেখিয়েছি, তা ছিল একটি প্রজন্মের দাবি ও প্রতিবাদের প্রতিচ্ছবি। সে চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদল, বিশেষ করে সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে আপস করিনি, ভবিষ্যতেও করব না : নাহিদ 

জাপান-কোরিয়াসহ ১৪ দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা যুক্তরাষ্ট্রের

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

০৮ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৮ জুলাই : আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের দরজা বন্ধ : ইঞ্জিনিয়ার সেলিম

নাইজেরিয়ান চক্রের ফাঁদে প্রতারিত শতাধিক বাংলাদেশি 

সন্দ্বীপে ৩৪০ ঘর হস্তান্তর করল নৌবাহিনী

বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প

১০

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি  / বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল যুক্তরাষ্ট্র

১১

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা হাতিয়েছে একটি চক্র

১২

৮ জুলাই / সারা দেশে ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন, দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আলটিমেটাম

১৩

ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

১৪

চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর...

১৫

না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী আহসান

১৬

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ 

১৭

মিরপুরে আ.লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ৪

১৮

যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম হাতে নিচ্ছে ইসি

১৯

৪০০’র দোরগোড়ায় দাঁড়িয়ে কেন থেমে গেলেন মুল্ডার?

২০
X