সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৫১ বছর পর ছাত্রদলের প্রথম কমিটি পেল সাতক্ষীরা মহিলা কলেজ

সাতক্ষীরা মহিলা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আইরিন আমিন (বাঁয়ে) ও সদস্যসচিব করিমন নেছা শান্তা। ছবি : কালবেলা
সাতক্ষীরা মহিলা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আইরিন আমিন (বাঁয়ে) ও সদস্যসচিব করিমন নেছা শান্তা। ছবি : কালবেলা

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে এই প্রথমবারের মতো গঠিত হলো ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। কলেজটির রাজনৈতিক পরিমণ্ডলে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি, যেটি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন পর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত মোট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কমিটি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে, কমিটিগুলো ১৭ জুন এক পত্রে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়।

নবগঠিত সরকারি মহিলা কলেজের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহানা ইয়াসমিন। সদস্যসচিব হয়েছেন করিমন নেছা শান্তা। কমিটির অন্য সদস্যরা হলেন- সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

বিশেষভাবে উল্লেখযোগ্য, কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে তাদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে নিজেদের নজরকাড়া নেতৃত্ব প্রমাণ করেছে।

ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে প্রতিক্রিয়া জানিয়ে সদস্যসচিব করিমুন নেছা শান্তা বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। আমি মনে করি এই কমিটির মাধ্যমে আমাদের কলেজে ছাত্ররাজনীতির একটি নতুন দিগন্তের সূচনা হলো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাতক্ষীরার রাজপথে আমরা যে সাহসিকতা দেখিয়েছি, তা ছিল একটি প্রজন্মের দাবি ও প্রতিবাদের প্রতিচ্ছবি। সে চেতনা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদল, বিশেষ করে সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X