যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

যশোরে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের সতর্কবার্তা

যশোর শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
যশোর শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলা প্রথমপত্রের প্রশ্নে অনিয়ম ও চুরি হয়েছে এমন শিরোনামে বিজ্ঞপ্তি কে বা কারা ছড়িয়ে দিয়েছেন। এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

এই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি মডেল থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্রে অনিয়ম ও চুরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা লক্ষ্যে পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া স্বাক্ষরও করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। অনেক পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করার খবর পাওয়া গেছে। পরে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সামাজিকযোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ২০২৫ যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই জালিয়াতি করেছে দুর্বৃত্তরা। আমরা পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছি। জালিয়াতি চক্রদের ধরতে আইনগত ব্যবস্থা নিতে থানাতে অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষাগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

যশোর বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে অংশ নেবে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ কম। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২২ হাজার ৫১১ জন। এ বছর যশোর বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। তবে এ বার নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ৩ দিন পর লাশ উদ্ধার

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

টিভিতে দেখাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৭ অক্টোবর থেকে দেশের ২৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস 

পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী বছর স্বর্ণ-রুপার দাম লাফিয়ে বাড়ার পূর্বাভাস, কততে ঠেকবে?

ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

হিন্দি ওটিটিতে দ্বৈত হানা

১০

হৃদরোগের ঝুঁকি বুঝতে সাহায্য করে এই টেস্ট

১১

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

১২

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

১৩

সায়েন্স ল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

১৪

তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

১৫

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

১৬

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

১৭

ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেলেই কি বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি?

১৮

যেসব বিভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

১৯

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

২০
X