বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা

বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা

বরিশালের হিজলায় সরকারি প্রণোদনার নারকেল গাছের চারা না পেয়ে কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান ও তার ছেলে। গুরুতর আহত হিজলা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যা রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর টেকের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতাসহ তিনজনের নাম উল্লেখ এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী।

হামলায় নেতৃত্ব দেন- হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান (৫০) ও তার ছেলে হিজলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরীর সহযোগী হিসেবে বিএনপির রাজনীতি করেন সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। রোববার রাতে কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনার বিষয়টি সালিশ-মীমাংসার চেষ্টা করেন বিএনপি নেতা খোকন দপ্তরী। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে রাতেই এ ঘটনায় মামলা করেন আহত কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম।

আহত উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, সরকারিভাবে উপজেলা কৃষি অফিস থেকে সুবিধাভোগীদের মাঝে কৃষি প্রণোদনার নারকেল চারা বিতরণ করা হয়। উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ান দাবি করেন, প্রণোদনার নারিকেল চারা পাননি তার অনুসারীরা। এ নিয়ে ক্ষুব্ধ হন ওই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় টেকের বাজারে গেলে সেখানে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ান তর্কে জড়ান। একপর্যায় গিয়াস উদ্দিন, তার ছেলে ছাত্রদল নেতা জিসান ও সহযোগী আজমাইন চৌধুরীসহ অন্য সহযোগীরা আমার ওপর হামলা করে। এ সময় তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ও মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান। তিনি দাবি করে বলেন, কে বা কারা কৃষি কর্মকর্তার ওপর হামলা করেছে আমার জানা নেই। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, তার ছেলে হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান ও অপর সহযোগী আজমাইন চৌধুরীকে আসামি করা হয়েছে।

তিনি আর বলেন, অভিযোগটি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় অভিযানটি ছিল দেখার মতো, যেন টিভি শো : ট্রাম্প

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের অবস্থা

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

১০

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

১১

ফার্মগেটে সড়ক অবরোধ

১২

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

১৩

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

১৪

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৫

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

১৬

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

১৭

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

১৮

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৯

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

২০
X