ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:১৯ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

১৫ বছর পর দেশে এসে মর্মান্তিক খবর পেলেন নুরুদ্দিনের বাবা

নুরুদ্দিন । ছবি : প্রতিনিধি
নুরুদ্দিন । ছবি : প্রতিনিধি

তখন ছেলে নুরুদ্দিনের বয়স দুই বছর। তাকে রেখে জীবিকার তাগিদে বাবা কামাল হোসেন পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার (২৪ জুন) সকালেই তিনি দেশে ফিরেছেন। কিন্তু একমাত্র সন্তান নুরুদ্দিন বাড়িতে ছিল না। বন্ধুদের সঙ্গে তাবলিগ জামাতের ৪০ দিনের ‘চিল্লা’য় ছিল সে।

দেশে ফেরার কয়েক ঘণ্টা পর কামাল হোসেন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছেন। প্রবাসজীবনের গ্লানি টেনে এত বছর পর ছেলেকে এসে দেখলেন ঠিকই, তবে নিথর দেহে।

নুরুদ্দিন এবার এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ‘চিল্লা’য় বেরিয়েছিল। চিল্লার সময় শেষ হতে বাকি ছিল মাত্র চার দিন। তারপর বাড়িতে ফিরে প্রবাসী বাবার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু এদিন সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদীর সেতু থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ১৭ বছরের বয়সী নুরুদ্দিনের।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কুমার নদীর ব্রিজে ঘটনাটি ঘটে। বন্ধুদের সঙ্গে বাদ আসর ঘুরতে বের হয়েছিল নুরুদ্দিন। মাগরিবের আজান পড়লে জামাতে অংশ নিতে দ্রুত ঈদগাহ মসজিদের দিকে রওনা হয় সে। চার বন্ধু পেছনে, নুরুদ্দিন একাই অনেকটা এগিয়ে যায়। অন্ধকারে ব্রিজের ধারে পড়ে যায় নুরুদ্দিন, নিচে পড়ে গুরুতর আহত হয়।

সঙ্গে সঙ্গে বন্ধুরা ও স্থানীয়রা তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নুরুদ্দিন।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। পঞ্চম শ্রেণি থেকেই নামাজি ছিল সে। ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে বন্ধুরাও তার সঙ্গে দ্বীনের দাওয়াতে বের হয়েছিল।

বন্ধু মহাসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, নুরুদ্দিন আমাদের মধ্যে সবচেয়ে শান্ত, ধার্মিক আর মেধাবী ছিল। তার উৎসাহেই আমরা চিল্লায় বের হই। কী করে এমন হলো, বুঝে উঠতে পারছি না। আমরা চিল্লা শেষ করে চার দিন পর সবাই বাড়ি ফিরব, সেই আনন্দেই ছিলাম। কিন্তু নুরুদ্দিন ফিরল লাশ হয়ে। এখন ওর বাবা-মাকে কী বলব?

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, নুরুদ্দিন ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হয় এবং ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X