আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার কাজে অনিয়ম, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

সিসি ঢালাইয়ের কাজ করছেন শ্রমিক। ছবি : কালবেলা
সিসি ঢালাইয়ের কাজ করছেন শ্রমিক। ছবি : কালবেলা

পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কার্যক্রম নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছে, অধিকাংশ এলাকায় এসব প্রকল্পের কাজ দৃশ্যমান নয় এবং যেখানে আবার কাজ শুরু হয়েছে, সেখানেও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। ফলে সরকারের কোটি কোটি টাকা পানিতে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলার ধামোর ইউনিয়নে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের বর্তমানে ৪টি কার্যক্রমের বরাদ্দ রয়েছে। প্রকল্পগুলো হলো- গিরাগাঁও গ্রামে ৪ লাখ টাকার ৬৬০ ফিটের ইটের সলিং, মালগোবা গ্রামে ৫ লাখ ৫৩ হাজার টাকার ৩০০ ফিটের সিসি ঢালাই, রাজাগাঁও গ্রামের নজরুলের বাড়ি থেকে নাগর নদী পর্যন্ত ৪ লাখ টাকার রাস্তা সংস্কার এবং জুগিকাটা গ্রাম থেকে মিশন পর্যন্ত ৩ লাখ টাকার রাস্তা সংস্কারের কাজ।

প্রকল্পগুলোর সভাপতি ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি আবু তাহের মো. দুলাল। এ ছাড়াও ওই ইউনিয়নের প্রত্যেকটি কাজের সরদার হলো উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সহযোগী এনামুল হক। তিনি বর্তমানে বহাল তবিয়তে বেশ কয়েকটি কাবিখা এবং কাবিটা প্রকল্পের কার্যক্রমের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) মালগোবা গ্রামে সিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়। কিন্তু কাজে অনিয়মের অভিযোগ ওঠে। কাজের প্রথম দিকে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের তোপের মুখে নতুন ইটের খোয়া ব্যবহার করা হয়। এছাড়াও রাস্তায় মোট ৫ ইঞ্চি ঢালাইয়ের কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর-দক্ষিণের ওই রাস্তার পশ্চিম দিকটা কিছুটা উঁচু এবং পূর্ব দিকটা কিছুটা নিচু।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী শাহিরুল ইসলামের উপস্থিতিতে ৫ ইঞ্চি ঢালাই হচ্ছে কি-না তা দেখতে গেলে দেখা যায়, রাস্তার পশ্চিম সাইডে সাড়ে ৩ ইঞ্চি থেকে পৌনে ৪ ইঞ্চি এবং পূর্ব সাইডে সাড়ে ৩ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি পর্যন্ত ঢালাই দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কাজ একেবারেই ভালো হচ্ছে না। ৫ ইঞ্চির জায়গায় প্রায় সাড়ে ৩ থেকে ৪ ইঞ্চি ঢালাই করা হচ্ছে। কাজের শুরুতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছিল। পরে এলাকার লোকজন সেটা ধরলে ইটের খোয়া পরিবর্তন করে দেয়।

এ বিষয়ে ওই প্রকল্পের সভাপতি ও ধামোর ইউপির চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, ওখানে তো অফিসের লোক রয়েছে। কাজ ভালো হওয়ার কথা। ৫ ইঞ্চি ঢালাইয়ের কম হলে অফিসের লোক বিষয়টি অবশ্যই দেখবে। তবে আমি ওখানে কথা বলছি যেন ৫ ইঞ্চির কম ঢালাই না হয়।

ওই প্রকল্পের সরদার এনামুল হক জানান, এসব কাজের মধ্যে একটু-আধটু কম-বেশি হতেই পারে। যেখানে বড় বড় কাজ হয়, কোটি কোটি টাকার কাজ হয় সেখানে কেন সাংবাদিকদের চোখ যায় না।

পরে ওই কাজের ভুলত্রুটি ধরতে যাওয়ায় প্রতিবেদককে অনেক হুমকি-ধামকি দেন সরদার এনামুল। তিনি প্রতিবেদককে প্রশ্ন করেন, কেন কাজ দেখতে যাওয়া হয়েছে আর কেন পিআইওকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি হুমকি দিয়ে আরও বলেন, আজ পর্যন্ত কোনো সাংবাদিক আমার বিরুদ্ধে লিখতে পারেনি। সব সাংবাদিক টাকার জন্য কাজ করে। ১০ টাকার জায়গায় ২০ টাকা চাইতে পার কিন্তু নিউজ কেন করবা।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে আমি অবগত ছিলাম না, আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। রোববার অফিস খোলার পরে আমি বিষয়টি দেখব। তবে, সবকিছু না জেনে এই মুহূর্তে আর কোনো মন্তব্য প্রকাশ করতে চাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া মাখিয়ে দিলেন স্ত্রী

ধর্ষণের অভিযোগ করার পর অভিযোগকারীকেই মাদক মামলায় গ্রেপ্তার

আ.লীগে যোগ দেওয়া রফিকুল এবার ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী

শহিদুলের ভিডিওবার্তা নিয়ে যে তথ্য দিল বাংলাফ্যাক্ট

মাঝ সমুদ্রে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

১০

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

১১

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

১২

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১৪

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

১৫

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

১৬

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

১৭

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

১৮

শহিদুল আলমদের বহরের সব নৌযান আটক, কোথায় নেওয়া হচ্ছে?

১৯

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

২০
X