রংপুরের পীরগাছায় মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ জাকিয়া সুলতানা রিয়ামনি (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থী। সে গত ২৪ জুন থেকে নিখোঁজ রয়েছে। রিয়ামনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়ামনি এবার পীরগাছার নোবেল রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর সে এইচএসসিতে সায়েন্সে পড়বে বলে রংপুর শহরের একটি কোচিংয়ে ভর্তি করিয়ে দিতে তার মায়ের কাছে বায়না ধরে। মেয়েটির মা তাকে এসএসসির রেজাল্টের পর কোচিংয়ে ভর্তি করে দেবেন বলে আশ্বাস দিলেও সে তাতে রাজি হচ্ছিল না।
এ বিষয়কে কেন্দ্র করে গত ২৪ জুন সকালে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রিয়ামনির মা রেগে গিয়ে তার দিকে একটা আয়না ছুড়ে মারে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত তার খোঁজ মেলেনি।
পরে তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে গত ২৫ জুন পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। এখনো তারা খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। মেয়েটির কেউ খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেন কালবেলাকে বলেন, নিখোঁজ মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
মন্তব্য করুন