

রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাস হত্যা মামলার আসামি রুবেল পাইকার র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তরের পর পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে র্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল রবিদাস ও প্রদীপ দাসকে মারধর করা হয়। ঘটনাস্থলেই রূপলাল রবিদাস মারা যান। মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের আহত প্রদীপ দাস পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক কালবেলাকে বলেন, ঘটনার পর থেকে রুবেল পাইকার পলাতক ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রূপলাল হত্যা মামলায় এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো।
মন্তব্য করুন