ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:২৯ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

‘দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’

পাবনায় বিএনপির এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মী। ছবি : কালবেলা
পাবনায় বিএনপির এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মী। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনো কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পাড়ে বসে আছে। তিনি নাকি বলেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বে।’

শুক্রবার (০৪ জুলাই) বিকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠ চত্বরে পাবনা-৩ (চাটমোহ-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার ভুয়া ভুয়া স্লোগান সারাদেশে ভাইরাল হয়েছে। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিরোধিতা করে, ক্ষতি করতে চায়; তাদেরকেও ভুয়া প্রমাণিত করতে হবে। তারা কিছুই করতে পারবে না। কারণ জনগণ আমাদের পক্ষে আছে। আমার ধর্ম, আমার দাড়ি, আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে ধানের শীষের কোনো বিকল্প নেই।’

দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি আগামী সংসদ নির্বাচনে পাবনা-৩ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের নাম ঘোষণা করেন। পরে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

আব্দুস সালাম বলেন, ‘জাতির দুর্দিনে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যাননি। নেত্রী নিশ্চিত মৃত্যু ভেবেও আমাদের পাশে ছিলেন। কিন্তু আজ কেন আপনারা তাকে রেখে দূরে সরে যাবেন। ভারতকে ঠেকাতে হলে অন্য কোনো দল দিয়ে হবে না। বর্তমানে কয়েকদিন পরপর সীমান্ত দিয়ে ভারত দেশে পুশইন করছেন তারা কোনো এজেন্সির লোক কিনা তো আমরা জানি না। ভারতকে এখন পর্যন্ত এ সরকার একটা কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি। কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ পাবনা-৩ এর মনোনীত প্রার্থী হাসিান জাফির তুহিনসহ স্থানীয় নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল আহ্বায়ক, পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পাবনার-৩ আসনের আসন্ন সংসদ সদস্য পদে নির্বাচনের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে তার নির্বাচিত এলাকায় কোনো ধরনের বৈষম্য না রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার সঙ্গে সৎভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দল এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ সভাপতিত্ব ও সদস্য সচিব জাফর ইকবাল হিরো সঞ্চালনা করেন।

এতে অন্যদের মধ্যে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন ও নুর মোহাম্মদ মাসুম বগা।

সভায় আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হিরা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম কালু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিঁরুজ্জামান মাসুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেন প্রমুখ।

এ সময় চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানাল রিউমর স্ক্যানার

৬ জেলায় ঝড়ের আভাস, টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টি হতে পারে  

৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল গুয়াদালুপে নদীর পানি, টেক্সাসে বহু প্রাণহানি

আয়া-নার্সের হাতে সন্তান প্রসব, কাল হলো নবজাতকের

ভারত থেকে অবৈধভাবে আসা ৩ সন্তানসহ গৃহবধূ আটক

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

ইফতারের আগমুহূর্তে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

মদিনা থেকে ফিরেই চট্টগ্রামে রানওয়েতে আটকে গেল বিমান

ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

আশুরার দিনে রোজা রাখলে মাফ হতে পারে এক বছরের গুনাহ

১০

মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি : নাহিদ

১১

আয়াতুল্লাহ খামেনি কি সত্যিই রাসূল (সা.)-এর বংশধর?

১২

গিনেস বুকে স্থান করে নিয়েছেন ইরানের চুম্বক পুরুষ

১৩

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

১৪

পিআর পদ্ধতিতে কেউ স্বৈরাচার হতে পারবে না : ফারুক হাসান

১৫

বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে আফঈদা-ঋতুপর্ণারা

১৬

সিরিজ বাঁচাতে একাদশে যেসব পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

১৭

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

১৮

আগস্টে তুরস্কের বিপক্ষে খেলবে ঋতুপর্ণারা!

১৯

আমরা যেনতেন নির্বাচন চাই না : জামায়াত আমির

২০
X