সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

মেটার একজন এআই প্রকৌশলীর এত আয়!

মেটার লোগো। ছবি : সংগৃহীত
মেটার লোগো। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজকের প্রযুক্তিনির্ভর দুনিয়ায় উদ্ভাবনের মূল শক্তিতে পরিণত হয়েছে। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট চালানো, পছন্দের কনটেন্ট সাজিয়ে দেওয়া, কিংবা ভার্চুয়াল দুনিয়ায় বাস্তব অভিজ্ঞতা তৈরি করা—সব কিছুর পেছনেই আছে এআই। এই প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রযুক্তির সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে নতুনভাবে। আর এই পরিবর্তনকে সবচেয়ে জোরেশোরে এগিয়ে নিয়ে যাচ্ছে মেটা।

আগে যার নাম ছিল ফেসবুক, সেই মেটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেটাভার্সে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য— যেভাবে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি, কাজ করি এবং বিনোদন উপভোগ করি, তা সম্পূর্ণ বদলে দেওয়া। এই প্রযুক্তিগুলো শুধু ভবিষ্যৎ নয়; বরং বিশ্বব্যাপী আমাদের জীবনের অংশ হয়ে উঠছে এখনই।

টেক জগতের শীর্ষ প্রতিষ্ঠানের অন্যতম মেটা। এখানে কাজ করে বিশ্বের সেরা এআই প্রকৌশলী দল। শুধু বিশ্বের পরিবর্তন করার প্রযুক্তি তৈরি করেন না, তারা পান দারুণ বেতন-ভাতাও, যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।

মেটার এআই প্রকৌশলীরা মূলত কাজ করেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন ও আধুনিক ডিপ লার্নিং মডেলের মতো জটিল ক্ষেত্রে। এই প্রযুক্তির মাধ্যমে তারা তৈরি করেন কন্টেন্ট রিকমেন্ডেশন, ভার্চুয়াল রিয়েলিটি ও অন্যান্য সেবা, যা কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত করে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এইচ-১বি ভিসা সংক্রান্ত নথি থেকে জানা গেছে, মেটার একজন শীর্ষ এআই গবেষণা প্রকৌশলী বছরে ৪ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত বেসিক বেতন পান। শুধু তাই নয়, বিশেষ করে এআই ও প্রযুক্তি গবেষণাভিত্তিক পদে কর্মরত সিনিয়রদের মেটা বড় অঙ্কের স্টক গ্রান্টও দিয়ে থাকে, যা তাদের মোট উপার্জনকে আরও বাড়িয়ে তোলে।

বেসিক বেতনে মেটার এআই প্রকৌশলীরা পেতে পারেন বছরে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে, বোনাস ও শেয়ার অপশন যোগ করলে এই আয় বেড়ে যায় অনেকগুণ। এন্ট্রি-লেভেলের প্রকৌশলীদের মোট আয় দাঁড়াতে পারে বছরে ১ রাখ ৮০ হাজার ডলারের বেশি।

মাঝারি অভিজ্ঞতার প্রকৌশলী বছরে পেতে পারেন ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার ডলার বেতন, আর মোট আয় বোনাস ও স্টক অপশনসহ হতে পারে ২ লাখ ৫০ হাজার ডলারেরও ওপরে। সিনিয়র এআই প্রকৌশলী এবং গবেষকরা মেটায় উপার্জন করেন ৩ লাখ ডলারেরও বেশি, যেখানে বোনাস ও স্টক গ্রান্টগুলো মূল আয়কে বহুগুণ বাড়িয়ে দেয়।

মেটার এই বেতন কাঠামো শুধু বেসিক বেতনের ওপর নির্ভর করে না; বরং কোম্পানির সঙ্গে প্রকৌশলীদের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিশ্চিত করতে স্টক অপশন ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়। এতে প্রকৌশলীরা মেটার ব্যবসায়িক সাফল্যের সঙ্গে যুক্ত থাকেন এবং কোম্পানির মূল্যবৃদ্ধির সুফল পান।

বেতনের পাশাপাশি মেটা এআই প্রকৌশলীদের দেয় এমন এক পরিবেশ যেখানে তারা নতুন গবেষণা ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ একসাথে করতে পারেন। সেরা মেধাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে এআই প্রকৌশলীরা তৈরি করেন ভবিষ্যতের প্রযুক্তি, যা বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রা বদলে দিচ্ছে।

সারসংক্ষেপে, মেটায় এআই প্রকৌশলী হওয়া মানে টেক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা আর্থিক সুবিধা পাওয়া। শুরু থেকে সিনিয়র স্তর পর্যন্ত মেটার বেতন ও সুযোগ-সুবিধা প্রমাণ করে, তারা শীর্ষ প্রযুক্তি প্রতিভাকে আকৃষ্ট ও ধরে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে। তাই যখনই বড় প্রযুক্তি প্রতিষ্ঠান বা এআই নিয়ে ভাববেন, মনে রাখবেন মেটার এআই প্রকৌশলীদের আয় অনেকটাই আপনার ধারণার বাইরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪-এ পা দিলেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, আসামি গ্রেপ্তার

কমিটি দিতে আড়াই লাখ দাবি, নেতা বললেন ‘এটা শুধুই মজা’

‘কার্টফেল ক্যোনিগ’ জার্মানির আলুর কিংবদন্তি

সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেস সচিব

মেঘনায় মাছ নেই, কিস্তির চাপে জর্জরিত জেলেরা

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাম্পের বাণিজ্য বার্তার পর কমলো স্বর্ণের দাম

ঢাবি শিক্ষার্থী মুন্নাছ বাঁচতে চান

১০

নেশাগ্রস্ত চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং: উপমা

১১

শতকোটি টাকার সম্পত্তি আ.লীগ নেতা দুই ভাইয়ের কবজায়  

১২

নাটক নির্মাণে চিকন আলী 

১৩

ব্রিকসের দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ শুল্কের হুমকি

১৪

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

১৫

কোনাল-আমিনুলের ‘আমার কি হও তুমি’ 

১৬

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির হুমকিতে ইউরোপীয় পণ্য, বিশ্ববাজারে অস্থিরতা

১৭

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রয়েল আটক

১৮

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

১৯

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

২০
X