চট্টগ্রাম কাস্টম হাউসের দ্বিতীয় তলার লং রুমে (শুল্কায়ন কক্ষ) এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আকস্মিক ধোঁয়ায় এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই লং রুমে হুড়োহুড়ি শুরু হয় এবং সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা দ্রুত বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
কাস্টমসের এক কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় তলার একটি কক্ষে এসি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে সরে যেতে পেরেছে। অগ্নিকাণ্ড নিভে গেলেও ধোঁয়ায় আচ্ছন্ন লং রুমে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে শুল্কায়নসহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
বিকেলে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, এসি থেকে হঠাৎ ধোঁয়া বের হয়েছিল। এখন শুল্কায়নসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন