গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি
টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি

স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধার মুখে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

সোমবার (১৪ জুলাই) উপজেলা বাজারে সিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল প্রিন্স মামুনের। তবে স্থানীয় জনতার বাধায় উদ্বোধন না করেই ফিরে গেছেন তিনি।

জানা গেছে, সোমবার উপজেলা বাজারে সিকদার মার্কেটে নান্না বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান তিনি। প্রিন্স মামুনের আগমন নিয়ে উপজেলাজুড়ে বেশ কয়েক দিন ধরেই লিফলেট বিতরণ ও প্রচার করে আসছিলেন বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ। তবে প্রিন্স মামুনকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তার আগমন ঠেকাতে খেলাফত মজলিস ও ওলামা ঐক্য পরিষদসহ স্থানীয় জনতা কাশিয়ানী থানায় আবেদন করেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানা পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং আইনশৃঙ্খলার যেন বিঘ্ন না ঘটে তার জন্য নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ প্রিন্স মামুনের প্রোগ্রাম বাতিল করে এবং প্রিন্স মামুনকে না আসতে অনুরোধ করে। যার ফলে কাশিয়ানীতে এসেও বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে যান মামুন।

নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন ভাঙ্গা পার হয়ে প্রায় মুকসুদপুর পর্যন্ত চলে আসছিল। পরে তিনি নিজস্ব সমস্যার কথা জানিয়ে প্রোগ্রাম বাতিল করেছেন।

এ বিষয়ে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম বলেন, মামুন একজন টিকটকার। টিকটকের মাধ্যমে ছেলে-মেয়েদের বিপথগামী করছে। আমরা জানতে পেরেছি তিনি কাশিয়ানীতে এসে একটি বিরিয়ানি হাউস উদ্বোধন করবেন। বিষয়টি নিয়ে স্থানীয় যুব সমাজ ক্ষিপ্ত ছিল। সবকিছু বিবেচনা করেই আমরা উপজেলা ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস কাশিয়ানী থানায় আবেদন করি মামুনের আগমন ঠেকাতে। কাশিয়ানী থানা আমাদের অনেক সহযোগী করেছে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রিন্স মামুনের কাশিয়ানীতে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল। স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের কাছে আবেদন করে যেন তিনি এখানে এসে উদ্বোধন করতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন যেন না ঘটে তার কারণে বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানাই। এ পরিপ্রেক্ষিতে তারা প্রোগ্রাম বাতিল করে মামুনকে জানিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

ডাকসু ইস্যুতে সেই নেতার বিরুদ্ধে জামায়াতের অ্যাকশন

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

১০

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

১১

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১৩

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

১৪

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১৫

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১৬

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১৭

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৯

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

২০
X