শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি
টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি

স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধার মুখে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

সোমবার (১৪ জুলাই) উপজেলা বাজারে সিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল প্রিন্স মামুনের। তবে স্থানীয় জনতার বাধায় উদ্বোধন না করেই ফিরে গেছেন তিনি।

জানা গেছে, সোমবার উপজেলা বাজারে সিকদার মার্কেটে নান্না বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান তিনি। প্রিন্স মামুনের আগমন নিয়ে উপজেলাজুড়ে বেশ কয়েক দিন ধরেই লিফলেট বিতরণ ও প্রচার করে আসছিলেন বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ। তবে প্রিন্স মামুনকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তার আগমন ঠেকাতে খেলাফত মজলিস ও ওলামা ঐক্য পরিষদসহ স্থানীয় জনতা কাশিয়ানী থানায় আবেদন করেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানা পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং আইনশৃঙ্খলার যেন বিঘ্ন না ঘটে তার জন্য নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ প্রিন্স মামুনের প্রোগ্রাম বাতিল করে এবং প্রিন্স মামুনকে না আসতে অনুরোধ করে। যার ফলে কাশিয়ানীতে এসেও বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে যান মামুন।

নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন ভাঙ্গা পার হয়ে প্রায় মুকসুদপুর পর্যন্ত চলে আসছিল। পরে তিনি নিজস্ব সমস্যার কথা জানিয়ে প্রোগ্রাম বাতিল করেছেন।

এ বিষয়ে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম বলেন, মামুন একজন টিকটকার। টিকটকের মাধ্যমে ছেলে-মেয়েদের বিপথগামী করছে। আমরা জানতে পেরেছি তিনি কাশিয়ানীতে এসে একটি বিরিয়ানি হাউস উদ্বোধন করবেন। বিষয়টি নিয়ে স্থানীয় যুব সমাজ ক্ষিপ্ত ছিল। সবকিছু বিবেচনা করেই আমরা উপজেলা ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস কাশিয়ানী থানায় আবেদন করি মামুনের আগমন ঠেকাতে। কাশিয়ানী থানা আমাদের অনেক সহযোগী করেছে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রিন্স মামুনের কাশিয়ানীতে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল। স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের কাছে আবেদন করে যেন তিনি এখানে এসে উদ্বোধন করতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন যেন না ঘটে তার কারণে বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানাই। এ পরিপ্রেক্ষিতে তারা প্রোগ্রাম বাতিল করে মামুনকে জানিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১০

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১১

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১২

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৩

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৪

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৫

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৬

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৭

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৮

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৯

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

২০
X