গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি
টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। পুরোনো ছবি

স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধার মুখে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

সোমবার (১৪ জুলাই) উপজেলা বাজারে সিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল প্রিন্স মামুনের। তবে স্থানীয় জনতার বাধায় উদ্বোধন না করেই ফিরে গেছেন তিনি।

জানা গেছে, সোমবার উপজেলা বাজারে সিকদার মার্কেটে নান্না বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান তিনি। প্রিন্স মামুনের আগমন নিয়ে উপজেলাজুড়ে বেশ কয়েক দিন ধরেই লিফলেট বিতরণ ও প্রচার করে আসছিলেন বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ। তবে প্রিন্স মামুনকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তার আগমন ঠেকাতে খেলাফত মজলিস ও ওলামা ঐক্য পরিষদসহ স্থানীয় জনতা কাশিয়ানী থানায় আবেদন করেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানা পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং আইনশৃঙ্খলার যেন বিঘ্ন না ঘটে তার জন্য নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ প্রিন্স মামুনের প্রোগ্রাম বাতিল করে এবং প্রিন্স মামুনকে না আসতে অনুরোধ করে। যার ফলে কাশিয়ানীতে এসেও বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে যান মামুন।

নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন ভাঙ্গা পার হয়ে প্রায় মুকসুদপুর পর্যন্ত চলে আসছিল। পরে তিনি নিজস্ব সমস্যার কথা জানিয়ে প্রোগ্রাম বাতিল করেছেন।

এ বিষয়ে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম বলেন, মামুন একজন টিকটকার। টিকটকের মাধ্যমে ছেলে-মেয়েদের বিপথগামী করছে। আমরা জানতে পেরেছি তিনি কাশিয়ানীতে এসে একটি বিরিয়ানি হাউস উদ্বোধন করবেন। বিষয়টি নিয়ে স্থানীয় যুব সমাজ ক্ষিপ্ত ছিল। সবকিছু বিবেচনা করেই আমরা উপজেলা ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস কাশিয়ানী থানায় আবেদন করি মামুনের আগমন ঠেকাতে। কাশিয়ানী থানা আমাদের অনেক সহযোগী করেছে।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রিন্স মামুনের কাশিয়ানীতে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল। স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে আমাদের কাছে আবেদন করে যেন তিনি এখানে এসে উদ্বোধন করতে না পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন যেন না ঘটে তার কারণে বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানাই। এ পরিপ্রেক্ষিতে তারা প্রোগ্রাম বাতিল করে মামুনকে জানিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

বাতের ব্যথার ধরন, উপসর্গ ও যত্ন জানালেন বিশেষজ্ঞ

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

আপনার জিমেইল হ্যাকড হয়েছে কিনা যাচাই করুন এখনই

কর্মসূচি স্থগিত, বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে : ডা. জাহিদ

১০

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

১১

অপু-সজলের ‘দুর্বার’

১২

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির

১৩

শেখ হাসিনাকে ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর

১৪

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

১৫

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

১৬

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান 

১৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

১৯

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X