বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:৩২ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার সংসদীয় ছয়টিসহ বিভাগের ২১টি আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

দলটির ঘোষণা অনুযায়ী বরিশাল জেলার দুটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সবশেষ রোববার (১৩ জুলাই) বরিশাল জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল সদর অর্থাৎ সংসদীয় আসন-৫ (বরিশাল সিটি ও সদর উপজেলা) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এ ছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চরমোনাই পীরের অন্য ভাই মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। তিনি ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এ ছাড়া বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থী করা হয়েছে ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ রাসেল সরদার মেহেদীকে।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে লড়বেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। ইসলামী আন্দোলনের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, দলটির প্রার্থী বাছাইয়ে এর আগে আসনভিত্তিক দায়িত্বশীল সভা করেছেন তারা। তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাই করে কেন্দ্রে তালিকা জমা দেওয়া হয়। এর মধ্য থেকে বরিশালের ছয়টি আসনে প্রার্থী হিসেবে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থী এবং ইসলামী আন্দোলনের জেলা কমিটিকে রোববার কেন্দ্র থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে তিনটির প্রার্থী ঘোষণা করে দলটি। এর মধ্যে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা) আসনে ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে প্রার্থী করা হয়েছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মুফতি আবু বকর সিদ্দীককে প্রার্থী করা হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। পটুয়াখালী-৪ (কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালী) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদান করেন। সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বর্তমানে ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সদস্য পদে রয়েছেন। কলাপড়া উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান তিনি।

এর আগে গত সপ্তাহের শেষ দিকে বরগুনার দুটি আসনের প্রার্থী ঘোষাণা করা হয়। বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে কেওড়াবুনিয়ার পীর আলহাজ মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এবং বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে ইসলামী আন্দোলন বরগুনা জেলার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে।

তা ছাড়া ভোলা জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। তারা হলেন—ভোলা-১ (ভোলা সদর উপজেলা) আসনে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা ও ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনে অধ্যাপক কামাল উদ্দিন।

ঝালকাঠি জেলার দুটি আসনের মধ্যে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা) আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়েছে। এই আসনে দলটির কেন্দ্রীয় নেতা নওমুসলিম সিরাজুল ইসলাম সিরাজী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-জিয়ানগর উপজেলা) আসনে মাওলানা আবুল কালাম আজাদ সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হয়নি। সূত্র বলছে, ঘোষণার অপেক্ষায় থাকা ছয়টি আসনের প্রার্থীদের নাম কেন্দ্র থেকে একসঙ্গে ঘোষণা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রেডিট কার্ড নিতে চান? জেনে নিন কী কী কাগজপত্র দরকার, কারা পাবেন

জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ

আমাদের সকলে মিলেই সফল হতে হবে : আলী রিয়াজ

১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা ঢাবি উপাচার্যের

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, কীভাবে নিরাপদ থাকবেন

‘সিআইডি’ তারকাদের পারিশ্রমিক, কে কত পান?

ঘুষ দিয়ে পিয়নের চাকরি, বেতন না পেয়ে যুবকের কাণ্ড

গবেষণা / সঙ্গী খোঁজা, মিলনে আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা 

পালমার শেখালেন কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উত্তম

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

১০

বনানীতে পথশিশুকে ধর্ষণ

১১

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

১২

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

১৩

ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাংক, অতঃপর...

১৪

এপেক্স নিয়ে এলো শিশুদের জন্য অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা

১৬

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ

১৭

কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

১৮

সন্তান প্রসবের আগে জেনেছেন তিনি অন্তঃসত্ত্বা

১৯

টেস্ট অধিনায়কত্বে আগ্রহী তাইজুল

২০
X