গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ

সড়কে গাছ ও ইট ফেলে অবরোধ করা হয়। ছবি : কালবেলা
সড়কে গাছ ও ইট ফেলে অবরোধ করা হয়। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতা, সড়কে গাছ ও ইট ফেলে অবরোধের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ওপর হামলা, ইউএনওর গাড়ি ভাঙচুরের খবর আসে।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সদর উপজেলা, কোটালীপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সদর উপজেলা কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের টহলরত গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় টেকের হাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে কথা বলতে গেলে আমার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে তারা।

এর আগে, বুধবার (১৬ জুলাই) সকালে গোপালগঞ্জে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় আহত ছাত্রদল নেতা অভির পাশে বিএনপি 

দীপু মনির কত টাকার সম্পদ আছে, জানালেন আদালতকে

গোপালগঞ্জের ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে : উপদেষ্টা রিজওয়ানা

চলচ্চিত্র পরিচালনা করবেন অরিজিৎ সিং 

নির্বাচনের বাইরে অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় : মঈন খান

সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

‘কেউ ঘর থেকে বের হবেন না’, গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ

ভারতীয় নার্সকে ক্ষমা করবে না ইয়েমেনের ভুক্তভোগী পরিবার

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চ

১০

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

১১

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা, বড় যুদ্ধের শঙ্কা

১২

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

১৩

গোপালগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহত

১৪

ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে : ফয়েজ তৈয়্যব 

১৫

গোপালগঞ্জের ঘটনায় ক্ষুব্ধ হান্নান মাসউদের হুঁশিয়ারি

১৬

গোপালগঞ্জে কারফিউ জারি

১৭

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লেথাল ওয়েপন ব্যবহার হচ্ছে না : আইজিপি

১৮

র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ

১৯

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

২০
X