মুন্সীগঞ্জে গরু চুরির পর প্রাইভেটকারে করে নিয়ে পালানোর সময় গাড়িটি আটক করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িতে কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন কাজিরপাগলা এলাকা থেকে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
জানা গেছে, প্রাইভেটকারটিতে থাকা গরুটি উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে চুরি হয়। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের ওপর গাড়িটি যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বন্ধ হয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ দেখে গাড়িতে থাকা ড্রাইভার সড়কের ওপর গাড়ি রেখে পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন (২০) শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ভোরে গোয়ালে থাকা ৭-৮টি গরু থেকে ওই গরুটি চুরি করে নিয়ে যায় চোর। প্রাইভেটকারসহ গরু উদ্ধারের খবর পেয়ে থানায় এসে গরুটি আমার বলে শনাক্ত করি।
মন্তব্য করুন