হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ তালুকদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তারের খবরে এলাকাজুড়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
শুক্রবার (১৮ জুলাই) রাতে নবীগঞ্জ থানা পয়েন্ট এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় তাকে আটক করা হয়। ওসি শেখ মো. কামরুজ্জামানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া।
গ্রেপ্তার আবিদ তালুকদার উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগের পদপদবি ব্যবহার করে এলাকায় একধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীদের হুমকি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী একজন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের আবিদ এতটাই প্রভাবশালী ছিল যে, কেউ মুখ খুলতে সাহস পেত না। রাজনৈতিক প্রভাব দেখিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা করত। অনেকেই বলছেন, ৫ আগস্ট আগে ছাত্র রাজনীতির আদর্শ থেকে বিচ্যুত হয়ে আবিদ তার পদকে ব্যবহার করেছেন ব্যক্তিস্বার্থে ও অপকর্মে। এতে করে পুরো এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রেপ্তারের খবরে এলাকাজুড়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
এদিকে সচেতন মহলের দাবি, এই গ্রেপ্তার যেন লোক দেখানো না হয়। রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। শেষ পর্যন্ত, দাপট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এমন নেতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা সমাজে শান্তি ফিরিয়ে আনবে—এমনই প্রত্যাশা স্থানীয়দের।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, আবিদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন