কুমিল্লার মনোহরগঞ্জে খাল-পুকুরপাড়ের সড়ক ধসে পড়ছে। বারবার মেরামত করেও সড়কগুলোর ভাঙন ঠেকানো যাচ্ছে না। এসব সড়কের অধিকাংশই মৎস্য খামারকেন্দ্রিক। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে দুর্ঘটনাও।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে খিলা, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, নাথেরপেটুয়া, হাসনাবাদ, লক্ষণপুর, বিপুলাসার, সরসপুর বাইশগাঁসহ বিভিন্ন এলাকার সড়কের মাটি ধসে খাল-পুকুরে পড়ছে।
মাছ চাষিরা অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তোহিদ হাসান বলেন, ‘মাছ চাষিদের সঙ্গে সভা করে বলেছি, পুকুর খনন করতে হলে সড়ক থেকে ১০ ফুট দূরে খনন করতে হবে। গার্ডওয়াল বা নেট দিয়ে মাছ চাষ করতে হবে। কেউ যদি সরকারি সড়ক নষ্ট করে মাছ চাষ করে তবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, ‘মৎস্য কর্মকর্তাসহ একাধিক বার মাছ চাষিদের সঙ্গে সভা করেছি। কোনো চাষি সরকারি সড়ক নষ্ট করে মাছ চাষ করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়টি তদারক করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন