শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দিলেন নার্স

নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সাত রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দায়িত্বে অবহেলা করায় ওয়ার্ড ইনচার্জ (নার্স) ও ভান্ডার রক্ষককে (স্টোরকিপার) শোকজ করে তাদের বেতন বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খিঁচুনি সমস্যা নিয়ে রাজিয়া খাতুন এবং বুকে ব্যথা নিয়ে গিয়াস কামাল বাবুসহ বিভিন্ন রোগে সাতজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোববার সকালে তাদের স্যালাইন দেওয়া হয়।

এরপর রোগীর শরীরে ব্যথা শুরু হয়। এতে স্বজনরা শরীরে প্রবেশ করানো স্যালাইন দেখেন মেয়াদোত্তীর্ণ। তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়াকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেন।

ডা. মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, ‘হাসপাতালের সাতজন রোগীকে শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগের সরকারি নরমাল স্যালাইন দেওয়া হয়। যার মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলা করায় ওয়ার্ড ইনচার্জ (নার্স) শাহীনুর বেগম ও ভান্ডার রক্ষক (স্টোরকিপার) মোবারক হোসেনকে শোকজ করে তাদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’

এদিকে এ ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জোবায়ের ও মেডিকেল কর্মকর্তা ডা. নন্দন দাস গুপ্ত রাহুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ওই সাত রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া কালবেলাকে বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শোকজ করে তাদের বেতন বন্ধ রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১০

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১১

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৩

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৪

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৫

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৬

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৭

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৮

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৯

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

২০
X