আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অশালীন আচরণ করা সেই শিক্ষককে বরখাস্ত

মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বহিষ্কৃত প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিন। ছবি : সংগৃহীত
মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বহিষ্কৃত প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিনের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীরা মানববন্ধনে শাস্তি ও স্থায়ীভাবে চাকরিচ্যুতির দাবি তোলেন।

এর আগে সকালে কলেজের গভর্নিং বডি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিন কখনোই আমাদের স্যার হতে পারে না। উনি যদি শিক্ষাপ্রতিষ্ঠানে বিড়ি ও সিগারেট কিংবা নেশা পান করে তাহলে আমরা তার কাছে কী শিখব। এ ছাড়া রোববার দুপুর ১২টা ২০ মিনিটে কলেজে জাহাঙ্গীর আলম শাহিন স্যার অধ্যক্ষের কক্ষে ঢুকে রেগে গিয়ে প্যান্টের চেইন খোলার ঘটনা ঘটান তিনি। এ ঘটনার সময় আরও কয়েকজন শিক্ষক-কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। আমরা এর বিচার চাই। এতে স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সদস্যসহ এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

৩৭ সেকেন্ডের ভিডিওক্লিপ রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উত্তেজিত শাহিন নিজের প্যান্টের বেল্ট খোলার পর চেইন খুলতে উদ্যত হলে সেখানে উপস্থিত অপর একজন শিক্ষক তাকে নিবৃত করেন। এসময় অধ্যক্ষকে দেখে নেওয়ারও হুমকি দেন শাহিন। অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারীর সামনে এ ঘটনা ঘটানো হয়। এর আগে কলেজে অনুপস্থিত ও নির্ধারিত সময়ে না আসা নিয়ে অধ্যক্ষের সঙ্গে বাকবিতণ্ডা একপর্যায়ে তিনি এ ঘটনা ঘটান।

মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান চৌধুরী জানান, সর্বসম্মতিক্রমে সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট অধ্যক্ষ সরওয়ার আলম কারণ দর্শানোর নোটিশ দেন জাহাঙ্গীর আলম শাহীনকে। এতে বলা হয় গত ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ছুটি ছাড়াই অনুপস্থিত থেকে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করেছেন। যা প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী। এ ছাড়াও দৈনিক ক্লাস রুটিনে ক্লাস থাকা সত্ত্বেও আপনি ক্লাস করেন না। যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব প্রদান করা না হলে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু তার তিনি জবাব না দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি? জেনে নিন

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১০

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১১

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

১২

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

১৩

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

১৪

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

১৫

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, আজই আবেদন করুন

১৬

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল

১৭

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৮

ফের মডেলের প্রেমে হার্দিক

১৯

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

২০
X