বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রশাসন ও সংস্থাপন শাখার সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিপিসির মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে পদোন্নতি দিয়ে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) করা হয়েছে। আর বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মণি লাল দাশকে পদোন্নতি দিয়ে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) করা হয়েছে।
আরও বলা হয়েছে, তবে এ আদেশের জন্য তারা কোনো ধরনের অতিরিক্ত বেতন কিংবা ভাতা দাবি করতে পারবেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন