

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) অন্তর্বর্তী কমিটির সভাপতি পদে একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন এবং সহসভাপতি পদে দ্য নিউজের ফজলুল হক শাওনকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবসহ নির্বাহী কমিটির অন্যসব পদে যারা দায়িত্ব পালন করে আসছিলেন তারা অন্তর্বর্তী কমিটিতে স্বপদেই বহাল রয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার পান্থপথের একটি রেস্তোরাঁয় আয়োজিত একটি সভায় সভাপতি হিসেবে রিয়াজ উদ্দীন ও সহসভাপতি হিসেবে ফজলুল হক শাওনকে নির্বাচন করা হয়। আরডিজেএডির সাধারণ সম্পাদক দীপক দেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল। এ সময় নির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, আরডিজেএডির নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুজনিত কারণে এবং সহসভাপতি তৈমুর ফারুক তুষার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় সংগঠনের গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আরডিজেএডির অন্তর্বর্তী কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করে একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে।
এ অন্তর্বর্তী কমিটির অন্যরা হলেন যুগ্ম সম্পাদক খবরের কাগজের জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ভিউজ বাংলাদেশের বার্তা প্রধান মারিয়া সালাম, সাংগঠনিক সম্পাদক কালবেলার রেজাউল করিম শামীম, দপ্তর সম্পাদক সফিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর টিভির মনোরমা আকতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক করতোয়ার রিপোর্টার ইসহাক আসিফ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন খায়রুজ্জামান কামাল, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল ও সালমা আফরোজ।
মন্তব্য করুন