

বগুড়ার কাহালু উপজেলায় আন্তঃনগর ট্রেন থেকে নিচে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামের তালোড়া রেললাইন ব্রিজ এলাকা থেকে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন থেকে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি। শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন