সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত

মোটরসাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করলেন স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা
মোটরসাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করলেন স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা

নাটোরের তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। পেশায় স্কুলশিক্ষক হলেও দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি ও সাহসে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ। দীর্ঘদিনের ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত মানুষটি ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারি করান। চিকিৎসকদের কঠিন পরামর্শ ছিল জীবন সীমাবদ্ধ রাখতে হবে নিয়ম-কানুনে, বিশ্রামে থাকতে হবে সব সময়।

কিন্তু সেই পরামর্শ অক্ষরে অক্ষরে মানেননি তিনি। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে শুরু করেন নতুন এক যাত্রা। একটি মোটরসাইকেল নিয়ে স্ত্রী ফেরদৌসী আরাকে সঙ্গে করে দেশের ৬৪টি জেলা ঘুরেছেন এই শিক্ষক।

তাজুল ইসলামের কর্মস্থল নাটোরের সিংড়া উপজেলার মহিষমারি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ছোট শহরের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হলেও শুরু থেকেই ছিল দূর-দূরান্ত ঘোরার স্বপ্ন। প্রথম বাইক চালানো শুরু করেন ১৯৯৯ সালে। তখন থেকেই দেশের প্রকৃতি, মানুষ, পাহাড়-নদীকে কাছ থেকে দেখার আগ্রহ তৈরি হয়। কিন্তু সংসার, শিক্ষকতা আর দায়িত্বের চাপে সেই ইচ্ছা দীর্ঘদিন অবদমিত ছিল। ২০১৬ সালে হৃদযন্ত্রে জটিলতার কারণে ওপেন হার্ট সার্জারি হয় তার। দীর্ঘ বিশ্রামের পরও জীবন থেমে থাকেনি; বরং সেখানে থেকেই শুরু হয় নতুন উদ্যমে পথচলা।

২০২২ সাল থেকে যাত্রা শুরু। স্কুল ছুটির সুযোগ পেলেই পেছনে একটি ব্যাগ, দুটি হেলমেট, ১০০ সিসির বাইক, সঙ্গে স্ত্রী, সামনে বাংলাদেশের মানচিত্র। বাইকে চেপে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখেছেন তারা। এ তালিকায় আছে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী থেকে শুরু করে উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম। বাদ যায়নি পার্বত্য চট্টগ্রামের দুর্গম বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির মতো পাহাড়ি পথও। সম্প্রতি মাত্র ৬ দিনে প্রায় ১ হাজার ৭৭৭ কিলোমিটার রাইড সম্পন্ন করেন তিনি। টেকনাফ থেকে নাটোর পর্যন্ত পাড়ি দেন প্রায় ৭০০ কিলোমিটার।

পুরো যাত্রায় একা ছিলেন না তাজুল ইসলাম। প্রতিটি ভ্রমণে তার সঙ্গে ছিলেন স্ত্রী, একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। শীত, গরম, বৃষ্টি সব রকমের আবহাওয়াতেই পেছনের সিটে থেকে পাশে থেকেছেন জীবনসঙ্গিনী।

তাদের প্রতিবেশীরা বলেন, তারা শুধু এক দম্পতি নন, একজোড়া সহযাত্রী। যারা হাতে হাত রেখে জীবনকে দেখেছেন নতুন করে। তারা শুধু ভ্রমণ করেন না, তারা আমাদের শেখান, জীবন মানে থেমে যাওয়া নয়। একবার হৃদয় যদি বাঁচতে চায়, তাকে কেউ থামাতে পারে না। এ গল্প শুধু গর্বের নয়, কৃতজ্ঞতার।

এ ভ্রমণে নেই কোনো স্পন্সরশিপ, নেই ভিডিও কনটেন্ট তৈরির পরিকল্পনা। আছে শুধুই ভালোবাসা ভ্রমণের প্রতি টান, দেশের মানুষের সঙ্গে মিশে যাওয়ার আন্তরিক ইচ্ছা। একটি বাইক, একটি ব্যাগ, একটি ফোন আর একটি অদম্য মন নিয়ে দেশের পথে বারবার রওনা হয়েছেন তিনি। পথে পেয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আতিথেয়তা।

তাজুল ইসলাম কালবেলাকে জানান, দেশের ৬৪ জেলা ঘোরা তার জীবনের অন্যতম বড় অর্জন। এখন তার স্বপ্ন বাইক নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে পা রাখা দেশের বাইরের রাস্তায়। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও সিকিমের পথই বেশি টানে তাকে। তার ভাষায়, ‘বাংলাদেশ তো অনেকটাই দেখা হলো, এবার বাইক নিয়ে দেশের বাইরেও যেতে চাই। সহজ নয় জানি, তবে ইচ্ছা থাকলে পথ একদিন ঠিকই বের হয়ে আসে।’

তাইজুল ইসলামের স্ত্রী ফেরদৌসী আরা স্বামীর সুস্থতার জন্য ও স্বামীকে সময় দেওয়ার জন্য ২০২২ সালে চাকরি ছেড়ে দেন। তিনি জানান, দীর্ঘ সময় স্বামীর মোটরসাইকেলের পেছনে বসে থেকে কোনো সমস্যা হয়নি। একসঙ্গে হাসাহাসি করে সময় পার করেছি। কখনো খারাপ লাগেনি বরং তার সঙ্গী হয়ে ৬৪ জেলা ঘুরে বেড়াতে পেরে তিনি ধন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে যুবদল-এনসিপির সংঘর্ষ

ম্যানসিটি ছাড়ার পর ১৫ বছর বিশ্রামের ইঙ্গিত গার্দিওলার!

ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নে নতুন মোড়

ভিউয়ের বাণিজ্যে বন্দুকের মুখে আমি : অ্যাডলফ খানের ক্ষোভ

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কালবেলার সুমন

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে আমরা উদ্বিগ্ন : সালাহউদ্দিন আহমদ

যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল

ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন

পেহেলগাম হামলার মূল অভিযুক্তসহ ৩ জনকে হত্যার দাবি ভারতের

অবশেষে জুলাই সনদের খসড়া প্রকাশ

১০

চট্টগ্রামে মাদক ব্যবসার দ্বন্দ্বে খুন, অস্ত্র উদ্ধার

১১

চাঁদাবাজকে ধরে গণধোলাই দিল জনতা

১২

১২ হাজার নিম্ন আয়ের মানুষকে দক্ষতা প্রশিক্ষণ দিবে পিকেএসএফ

১৩

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

১৪

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

১৫

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

কক্সবাজার সৈকতে স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

১৭

ইউজিসির হিট প্রকল্পের গবেষণা ফান্ড থেকে বঞ্চিত জবি

১৮

প্রেমের টানে ইরানে গিয়ে যেভাবে বেঁচে ফেরেন মার্কিন নাগরিক

১৯

বিয়ামে আগুন / নথি পোড়াতে গিয়ে অফিস সহায়ক ও গাড়িচালক নিজেরাই মারা যান

২০
X