মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে যুবদল-এনসিপির সংঘর্ষ

দিনাজপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
দিনাজপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মোস্তফাপুর আমবাড়ি হাটে এ ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

এনসিপির পার্বতীপুর উপজেলা শাখা প্রতিনিধির দাবি, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের ‘হামলায়’ আমবাড়ি হাট ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও পার্বতীপুর উপজেলা এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম আহত হয়েছেন।

মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের দাবি, এনসিপির হামলায় মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুল হক আহত হয়েছেন।

স্থানীয় ও আমবাড়ি হাটের প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ি হাটে ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম সোমবার ৮টায় হাট পরিচালনার দায়িত্বে ছিল। পরে সেখানে যুবদল নেতা আবিদুর রহমান আবিদের লোকজনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, মোস্তফাপুর ইউনিয়ন যুবদল আমবাড়ি হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন হামলা চালায়। এ সময় আমরা তিনজন ছিলাম, তবে ওরা সংখ্যায় অনেক বেশি ছিল। এতে আমিসহ দুজন আহত হয়েছি। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি।

পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি দাবি করেন, এনসিপির পার্বতীপুর উপজেলা শাখার প্রতিনিধির হামলায় আমাদের অন্তত ৪ নেতাকর্মী আহত হয়েছেন। এরইমধ্যে তারা চিকিৎসা নিয়েছেন।

পার্বতীপুরের আমবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আরিফ হোসেন বলেন, ভোর থেকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপির নেতাকর্মীরা হাটের দুপাশে অবস্থান করছিলেন। উভয়পক্ষই মাঝে মাঝে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে দুগ্রুপের মাঝখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন। দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।

তিনি বলেন, সকালে এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ঘটনাস্থলে আসলে স্থানীয় যুবদলের সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

এদিকে ঘটনার পরপরই সোমবার বেলা ১টায় আমবাড়ি ডিগ্রি কলেজ গেটের সামনে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা আমবাড়ি হাটের ৫৫০ টাকার স্থলে ৬০০ ইজারা মূল্য বেশি নেওয়াসহ চাঁদাবাজির প্রতিবাদে এনসিপির প্রতিনিধি এবং হাট ইজারাদারের বিরুদ্ধে এক মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাজমুল সাকিব, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত নেতা ফেরদৌস মন্ডল, যুবল সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সম্পাদক আবু সাঈদ, মহিলাদলের ওয়ার্ড সভাপতি আদুরী বেগম, মেনহাজুল হক ও আজিজুল হক প্রমুখ।

মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ জানান, ইজারা মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করছে ইজারাদারের লোকজন ও এনসিপি প্রতিনিধি তারিকুল ইসলাম। হাটে গিয়ে তাদের মুখোমুখি হয়ে বিষয়টি জানতে চাইলে, ধাক্কা দিয়ে অফিস ঘরে নিয়ে এলোপাথারি মারধর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুক্তভোগীর নয়, আ.লীগ নেতার মামলা নিলেন ওসি

ভাত খাওয়া নিয়ে দুই ভাইয়ের তর্ক, অতঃপর...

বিএসএফের বাধায় আটকে আছে বেড়িবাঁধ মেরামত কাজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে থাকা ৭ অঙ্গীকারনামা

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না : তাসনিম জারা

আ.লীগকে ফেরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে : জাগপা

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে

যুক্তরাজ্যে মাল্টিপল ভিসার আবেদন খালেদা জিয়ার

স্বাস্থ্যকেন্দ্র থেকে শটগান ও গুলি উদ্ধার

১০

‘ভুল’ ঢাকতে ভুলের বৃত্তে বিওএ!

১১

বিএমডিএ কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সিঙ্গাপুরে সাঁতারু সামিউলের রেকর্ড

১৩

প্রধান উপদেষ্টাকে সৌদি যাওয়ার আমন্ত্রণ

১৪

ব্যক্তি স্বার্থে অনৈতিকভাবে কাউকে কিছু করতে দেওয়া হবে না : চসিক মেয়র

১৫

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় : চরমোনাই পীর

১৬

অর্থ পাচারের চেষ্টা : চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী গ্রেপ্তার

১৭

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে

১৮

সরকারের অসতর্কতায় জাতিসংঘের মানবাধিকার অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে : মঞ্জু 

১৯

চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে ঘরে ঘরে ছড়াচ্ছে চিকুনগুনিয়া

২০
X