গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধ গড়ে ওঠা ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপথ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান আমরা উচ্ছেদ করেছি। এই উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথের ২ একর জমি দখলমুক্ত হয়েছে।
সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, আমাদের চলমান অভিযানের অংশ হিসেবে আজ কোটালীপাড়ায় অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন