মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এ জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী না করলে বিএনপি ক্ষমতায় এলেও এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এলাকাবাসীর সন্তানদের ভবিষ্যৎ, স্থানীয় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বলেন, বিভিন্ন পারিবারিক কলহে প্রায়ই নিরীহ মানুষ হয়রানির শিকার হন, আজ থেকে বাঁশবাড়ীয়া ইউনিয়নে কোনো নিরীহ মানুষ যেন ন্যূনতম হয়রানির শিকার না হয়—সে বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কোনো নিরীহ মানুষকে নিপীড়ন, নির্যাতন বা মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসবই বিএনপির নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আমি চাই, এই তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের, আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করব, এটাই হোক আজকে আমাদের শপথ। এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, দিগনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মোল্যা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ ডিগ্রিতে নামল দেশের তাপমাত্রা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগবে দলগুলো

মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে

নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা

বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে

ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...

যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস

গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে : সেলিমুজ্জামান সেলিম

১০

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১১

বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ

১২

মেঘনা গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৩

বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

১৪

গভীর নলকূপে ছেলে, রাতভর অপেক্ষার পর যা বললেন মা

১৫

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প যা বললেন আবহাওয়াবিদ পলাশ

১৬

ট্যাংকার আটকের ঘটনায় বাড়ল তেলের দাম

১৭

দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

১৮

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X