মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া উত্তর ফুলদী গ্রামের আজিবর প্রধানের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর একটি নির্মাণাধীন ভবনের অবকাঠামোতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন। কাজ করার একপর্যায়ে অসতর্ক মুহূর্তে বিদ্যুতে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদ করিম বলেন, হাসপাতালে আনার আগেই সাগরের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার খবরে তদন্তের জন্য এসআই বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন