মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেওয়ায় মহেশপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন