গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় বাসচাপায় বিউটি বেগম (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসন থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিউটি বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
বাসন থানার ওসি বলেন, ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বিউটি। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য হেঁটে ঢাকা-বাইপাস সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় নারায়ণগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিউটির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন