ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘গালে, শরীরে ও হাতে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে মা’

নির্যাতনের শিকার সাবিনা আক্তার ও নুসরাত আক্তার। ছবি : কালবেলা
নির্যাতনের শিকার সাবিনা আক্তার ও নুসরাত আক্তার। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে খুন্তি পুড়িয়ে দুই শিশুকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ওই দুই শিশুকে চিকিৎসা করাতে নিয়ে আসেন স্বজনরা।

এর আগে, গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার শিশুরা হলো—সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তার।

নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল জানান, তার স্ত্রী আসমা বেগম (৩০) বিয়ের কয়েক বছর পর থেকেই তার সঙ্গে সংসার করতে চাইছে না। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। পারিবারিক ও সামাজিকভাবে তাদের বিবাদ অনেকবার সুরাহা করা হয়েছে। কিন্তু সুরাহা হলেও ঘুরেফিরে সে স্বামীর সংসার করবে না সিদ্ধান্তে অটল থাকে। আর এসব বিষয় নিয়ে প্রায়ই আসমা বেগম স্বামীর সঙ্গে ঝগড়ার পাশাপাশি তার শিশুসন্তানদেরও মারধর ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার বিকেলে আগুনে খুন্তি পুড়িয়ে তাদের দুই শিশুকে ছ্যাঁকা দেয় তাদের মা আসমা বেগম।

নির্যাতনের শিকার ওই দুই শিশুর বাবা রাজমিস্ত্রির কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে এলে শিশুরা তাদের বাবাকে খুন্তির ছ্যাঁকার বিষয়টি জানায়। এ বিষয়ে ইব্রাহিম খলিল তার স্ত্রী আসমা বেগমকে জিজ্ঞেস করলে সে আরও খেপে ওঠে। পরদিন সকালে ইব্রাহিম খলিল বিষয়টি তার পরিবারের সদস্যদের ও মামা মনির হোসেনকে জানায়। পরিবারের সদস্যরা আসমা বেগমকে এ ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে সে তার মা ও ভাইকে খবর দেয়। আসমা বেগমের মা-ভাই এসে ইব্রাহিম খলিলকে উল্টো গালমন্দ ও মারধর করে।

আহত শিশু সাবিনা আক্তার ও নুসরাত আক্তার বলেন, ‘আমাদের গালে, শরীরে ও হাতে মাছ উল্টানি খুন্তির আগুনে পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে আমাদের মা। এ সময় আমাদের মারধর করে। মা আমাদের প্রায়ই অহেতুক মারধর করে।’

ইব্রাহিম খলিলের মামা মনির হোসেন জানান, তাদের (স্বামী-স্ত্রী) ঝগড়াঝাঁটির বিচার অনেকবার করা হয়েছে। এসব বিষয় পুরো গ্রামের মানুষও জানে। আসমা বেগম ইব্রাহিম খলিলের সংসার করতে চায় না। এ নিয়ে প্রায়ই আসমা তার সন্তানদের অমানুষিক নির্যাতন করে। আমরা তাদের শিশুদের কথা চিন্তা করে ইব্রাহিমের বউকে বুঝিয়ে শুনিয়ে প্রতিবার ঝগড়াঝাঁটি সমাধান করে দিয়েছি। এবারও স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে ওই দুই শিশুকে আগুনের ছ্যাঁকা দিয়েছে আসমা।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল: কোন দলে কে থাকলেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

পাবলিক রিলেশনস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন

দাবি পূরণের আশ্বাস, বিচারকদের আজকের কলমবিরতি কর্মসূচি স্থগিত 

১৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে : খোকন

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

রাজধানীতে আজ কোথায় কী

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু 

১০

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

১১

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সর্বজনীন দিকনির্দেশনা : মনিরুল হক চৌধুরী

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৪

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৫

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

১৮

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

১৯

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

২০
X