কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক রাজনীতির অভাব দেখা যাচ্ছে : নাছির

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পতনের পর সারা দেশে এক ধরনের রাজনীতি চললেও, কুমিল্লার মুরাদনগরে এর ভিন্নতা দেখা যায়। এখানে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক রাজনীতির অভাব পরিলক্ষিত হচ্ছে। একজন ছাত্র উপদেষ্টা এখানে মাফিয়া তন্ত্র কায়েম করছে।

সোমবার (৪ আগস্ট) সকালে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদকে দেখতে কুমিল্লা কারাগারে দেখতে আসেন নাছির উদ্দীন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুই হাজারের অধিক শহীদের রক্তের বিনিময়ে খুনি হাসিনার বিদায় হয়েছে। হাসিনা পতনের আন্দোলনে কুমিল্লায় আন্দোলন করা ১৩ জন আজ কুমিল্লা কারাগারে বন্দি। এরকম দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কুমিল্লার মুরাদনগরে গত এক বছর ধরে চলমান আছে। গণঅভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার সঙ্গে কুমিল্লার মুরাদনগর কোনোভাবেই সামঞ্জস্য হচ্ছে না। একজন উপদেষ্টা এখানে নিজের মতো করে মুরাদনগরকে পরিচালনা করছে। কোনোভাবেই এখানে ইতিবাচক রাজনীতি পরিলক্ষিত হচ্ছে না।

নাছির উদ্দিন বলেন, গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, মুরাদনগরে তাদের কেউ কিন্তু আজকে কারাগারে বন্দি নেই। উল্টো জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এখানে আটক রয়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জানা গেছে, গত মার্চ মাসে আটক নেতাকে ছাড়িয়ে নিতে মুরাদনগর থানায় জড়ো হয় নেতাকর্মীরা। ওই ঘটনায় হামলার অভিযোগ এনে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল সিদ্দিকী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা নিম্ন আদালতে পুনরায় জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদকে কারাগারে পাঠানোর পর শুক্রবার (১ আগস্ট) তার মা মারা যান। নাজিম মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেয়। সে ঘটনায় সহমর্মিতা জানাতে নাজিম মাহমুদকে দেখতে সোমবার কুমিল্লা কারাগারে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা। বিকেলে ছাত্রদল সাধারণ সম্পাদক দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামে নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১০

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

১১

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১৩

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১৪

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১৫

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১৬

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৮

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৯

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

২০
X