ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডকে এনসিপি নেতাদের হুমকি, থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি কার্যালয় চত্বরে অনুমতি ছাড়া এনসিপির জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি কার্যালয় চত্বরে অনুমতি ছাড়া এনসিপির জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি কার্যালয় চত্বরে অনুমতি ছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বাদানুবাদ হয়েছে। এ সময় এনসিপি নেতাদের বিরুদ্ধে ভূমি অফিসের টিনের বেড়া জোরপূর্বক খুলে নেওয়ার অভিযোগ করা হয়। এ ছাড়া আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এসিল্যান্ডকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন। এদিকে বিকেলে অনুমতি ছাড়াই ভূমি অফিস কার্যালয়ের চত্বরে বিকেলে অনুষ্ঠান করছেন এনিসিপির নেতারা।

আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আশুগঞ্জ বাজারে উপজেলা ভূমি কার্যালয় অবস্থিত। ভূমি কার্যালয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। সেটি টিনের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এনিসিপির নেতাকর্মীরা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ডের অনুমতি না নিয়ে ভূমি কার্যালয় চত্বরে ঢুকেন এনসিপির নেতারা। তারা এক পর্যায়ে ঢেকে রাখা ম্যুরালের চারপাশ থেকে টিনের বেড়া সরিয়ে নেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন। এ নিয়ে এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের কথা কাটাকাটি হয়। আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এক পর্যায়ে এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, ‘অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেওয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেনি। ইউএনও তাদের অনুষ্ঠানের বিষয়ে জানেন না। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেওয়ায় এবং বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় জিডি করেছি।’

তবে হুমকির বিষয়টি বানোয়াট বলে দাবি করেছেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম। তিনি বলেন, ‘বিকেল পাঁচটায় আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদের স্মরণে মিলাদ মাহফিল করেছি। উপজেলা ভূমি কার্যালয়ের পেছেন শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। ম্যুরালটি টিনের বেড়া ও গুনা দিয়ে তারা ঢেকে রেখেছিল।’

বর্তমানে এটি মীর মুগ্ধ চত্বর বলে দাবি করেন তিনি।

আমিনুল ইসলাম ডালিম আরও বলেন, মিলাদ মাহফিলের জন্য মঙ্গলবার সকালে এনসিপির সদস্যরা সেখানে পরিস্কার করতে যান। এ কাজ করতে গিয়ে টিনের একটি বেড়া খুলে ছিল। এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফোন করে আমাদের পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। আমি বলেছিলাম আমাদের বাধা দিয়েন না। আমরা অনুষ্ঠানটি করে ফেলি। কিন্তু সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, ‘সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করেছে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। তারা কোথাও থেকে কোনো অনুমতি নেয়নি। বাধা দেওয়ায় এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি

জীবনের শেষপ্রান্তে খোকা-খুকি, ভিক্ষা করে চলে সংসার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ডিজনি ওয়ার্ল্ডে বাবা-ছেলের খুনসুটি

প্রকৃতি থেকে শিখি শিরোনামে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের আয়োজন

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী

পাথর লুট / ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা

ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

নতুন নাটকে আইনা আসিফ

বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত : আমির খসরু

১০

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

১১

ডিজিটাল ডিভাইস থেকে চোখ সরছে না, হতে পারে বিপদ

১২

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা কতটুকু?

১৩

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ / বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণদের মূল্যায়ন কতটা জরুরি? 

১৪

রেলপথ অবরোধে আটকা ৮টি ট্রেন, ভয়াবহ শিডিউল বিপর্যয়

১৫

পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

১৬

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৮

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৯

অবশেষে প্রকাশ্যে এলো ‘দেবী চৌধুরানী’র টিজার

২০
X